• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিজ নির্বাচনী এলাকায় আজ দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ দীপু মনি আজ চাঁদপুর আসছেন। তিনি আজ সকাল ১১টা থেকে শুরু করে দিনভর তাঁর নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং উন্নয়ন কাজ উদ্বোধন করবেন।
    আজ সকাল ৭টা ২০ মিনিটে তিনি ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে নদী পথে রওয়ানা হবেন। চাঁদপুর পৌঁছে সকাল সোয়া ১১টায় তিনি চান্দ্রা ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এরপর থেকে তাঁর ধারাবাহিক কর্মসূচি হচ্ছে : বেলা পৌনে ১২টায় চান্দ্রা ইউনিয়ন পরিষদ হলরুমে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান, বেলা আড়াইটায় দক্ষিণ বালিয়া-জিসি সড়ক গাবতলী মার্কেটের সামনে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, বিকেল ৩টায় আখনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান, বিকেল ৪টায় বাখরপুর আঃ রব শেখের বাড়ির সামনে মাদ্রাসা মাঠে মহিলা সমাবেশে যোগদান এবং সবশেষে রাত ৮টায় শহরের নতুনবাজার এলাকাস্থ নিজ বাসভবনে নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদৈর সাথে মতবিনিময়। পরদিন রোববার বেলা ১২টায় নদী পথে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
 

 

সর্বাধিক পঠিত