• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

৩০ জন ভিক্ষুককে রিক্সা ও ভ্যান বিতরণ করলেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি

প্রকাশ:  ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০১:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৩০ জন ভিক্ষুকের মাঝে রিক্সা ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে ভিক্ষুকদের হাতে রিক্সা ও ভ্যানগাড়ির চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি বলেন, সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। রিক্সা ও ভ্যান দেয়ার পর তা যেনো সঠিকভাবে ব্যবহার হয় সেদিকে নজর রাখতে হবে। পর্যায়ক্রমে সরকার ভিক্ষুকদের পুনর্বাসনে আরো কর্মসূচি গ্রহণ করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুুরী মোস্তফা কামাল প্রমুখ।