মতলব উত্তরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
বিদ্যুতের অপচয়রোধে সকলকে সচেতন হতে হবে : ইউএনও শারমিন আক্তার
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব উত্তর জোনাল অফিসের আয়োজনে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শুভাষিশ ঘোষ, পল্লী বিদ্যুৎ মতলব উত্তর জোনাল অফিসের ডিজিএম নূরুল আলম ভূঁইয়া, পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, মতলব উত্তর জোনাল অফিসের এজিএম খালেদুজ্জামান, এইসি আসাদুজ্জামান, ওয়্যারিং পরিদর্শক সুজন রানা, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সমিতি বোর্ডের সাবেক সভাপতি মফিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, দেশের মূল্যবান সম্পদ হলো বিদ্যুৎ। এ মূল্যবান সম্পদ অপচয়রোধে সকলকে সচেতন হতে হবে। কর্তৃপক্ষকে বিদ্যুতের সার্বিক বিষয়গুলো সম্পর্কে গ্রাহকদের সচেতন করতে হবে। গ্রাহক তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। বিদ্যুতের লাইনগুলো রক্ষণাবেক্ষণে গ্রাহকদের ভূমিকা থাকতে হবে। গ্রাহকদের সঠিক সময়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে।