ইসলামী ছাত্রসেনা সদর উপজেলার ট্রেনিং ক্যাম্প সম্পন্ন
গতকাল ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় টিটিসি (থানা ট্রেনিং ক্যাম্প) অনুষ্ঠিত হয়। শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ খান ভিলায় সংগঠনের কার্যালয়ে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ১৫ মিনিট পর্যন্ত দুটি অধিবেশনে এ ট্রেনিং ক্যাম্প সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রসেনা সদর উপজেলা সভাপতি মোঃ নূরুল আলম মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চাঁদপুর জেলা সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ)-এর দেখানো সঠিক পথে ও মতে নিজের জীবনকে পরিচালনা করতে ছাত্রসেনার প্রতিটি নেতা-কর্মীকে শপথ নিতে হবে। তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আদর্শ জীবন গঠনে এবং সুনাগরিক ও প্রকৃত দেশপ্রেমিক হওয়ার জন্যে প্রশিক্ষণের বিকল্প নেই। ছাত্রসমাজের কাছে গিয়ে তাদেরকে বুঝাতে হবে যে, বাংলাদেশে এখনও একমাত্র অহিংস ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা। যারা কখনও কোনো অন্যায় ও সহিংস কাজ করে না। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আজকের এই টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে তোমরা আদর্শ এবং ন্যায়ের পথে জীবনযাপন করবে এবং সমাজের মানুষকে সর্বদা সত্য ও ন্যায়ের পথে আহ্বান করবে।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা সভাপতি পীরজাদা মাওঃ খাজা মোঃ জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন, জেলা অর্থ সম্পাদক মোঃ ইমাম হোসাইন রেজা ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ কামরুল ইসলাম।
প্রথম অধিবেশনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জেলা যুবসেনার সাংগঠনিক সম্পাদক মোঃ বজলুর রশিদ সোহেল, ছাত্রসেনা জেলা সাধারণ সম্পাদক মোঃ বাদরুদ্দোজা ও বিশিষ্ট বিতার্কিক মোঃ রাসেল হাসান। দুপুর ১টা ২০ মিনিটে অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষ হয় এবং যোহরের নামাজ ও খাবারের বিরতি দেয়া হয়।
দুপুর ২টা ১৫ মিনিটে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ছাত্রসেনা জেলা সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ আল আমিন সাকী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা জেলা সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।
ট্রেনিং ক্যাম্পে চাঁদপুর সদর উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা, ইউনিয়ন ও ইউনিট শাখা থেকে প্রশিক্ষণার্থীরা উপস্থিত হয়েছেন। সাংগঠনিক ও বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। সবশেষে মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।