• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালে সেবা দিবস উদযাপন

সেবাপ্রার্থীরা যাতে হাসিমুখে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে : পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহীমের ২৯তম মৃত্যুবার্ষিকী (ডায়াবেটিক সেবা দিবস) উদ্যান উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের স্বাস্থ্য প্রশিক্ষণ কক্ষে হাসপাতালের জুনিয়র সিস্টেম এনালিস্ট উজ্জ্বল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের সহ-সভাপতি পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, জাতীয় অধ্যাপক ডাঃ মোঃ ইব্রাহিম বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তি ছিলেন তাঁর মাধ্যমে সারাদেশে ডায়াবেটিক সেবা কার্যক্রম বিস্তার লাভ করেছে। সময়ের ধারাবাহিকতায় ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত চাঁদপুর ডায়াবেটিক সমিতি অত্র অঞ্চলের মানুষের ডায়াবেটিস চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, হাসপাতালের সেবার মান অত্যন্ত ভালো। এ হাসপাতালে আগত সেবা প্রার্থীরা যাতে সেবা সম্পর্কিত বিষয় ও সেবা সম্পর্কে তাৎক্ষণিক অভিযোগ জানাতে পারে তার উপর গুরুত্বারোপ করেন। ডায়াবেটিক সমিতির মুল প্রতিপাদ্য গরিব রোগীদের সেবা প্রদান করা। এখানে যারা আসবে সকলে যেনো হাসিমুখে সেবা নিয়ে ফিরে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এ সমিতিতে যারা সংশ্লিষ্ট তারা সকলে অবৈতিনক। তারা সেবা আদর্শে এ ভালো কাজটি করে যাচ্ছে। যিনি হাসপাতালের জন্যে ভূমিদানকারীদের ধন্যবাদ জানাই। আমারা প্রত্যেকের সামাজিক দায়বদ্ধতা রয়েছে তাই আমরা সকলে মিলেমিশে কাজ করবো। আমরা সব ভালো কাজে সাথে একত্রিতভাবে কাজ করবো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক মোস্তাক হায়দার চৌধুরী, ড. শায়ের গফুর, সমিতির পরিচালনা পর্ষদের অন্যতম আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সুভাষ চন্দ্র রায়, অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, ও তমাল কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির পরিচালনা পর্ষদের সদস্য আলহাজ্ব এমএ বারী খান, আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারী, সমিতির আজীবন সদস্য লায়ন কাজী মাহবুবুল হক, প্রফেসর মনোহর আলী, গোলাম হোসেন টিটু, শেখ মহিউদ্দিন রাসেল, হাসপাতালে মেডিকেল অফিসার ডাঃ খবির উদ্দিন, ডাঃ ইশরাত জাহান, ডাঃ নাজমা আহমেদ, ডাঃ মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইকবাল আজমসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সর্বাধিক পঠিত