• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জন্মাষ্টমী উৎসবে নতুনবাজার শ্রী শ্রী গোপাল জিউড় আখড়ায় ডাঃ দীপু মনি এমপি

দুষ্ট কংশের মতো আমাদের সমাজেও দুষ্ট কংশ রয়েছে সেই কংশদের দমন করতে হবে

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে শ্রী শ্রী গোপাল জিউড় আখড়া মন্দির প্রাঙ্গণে গত ৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় ধর্মীয় সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শঙ্খ ধ্বনি, হরিধ্বনি, উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় ধর্মীয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী পরিষদের সহ-সভাপতি খোকন পোদ্দার। শ্রী শ্রী গোপাল জিউড় আখড়ার সাধারণ সম্পাদক চিররঞ্জন রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ দীপু মনি এমপি। তিনি বলেন, দুষ্ট কংশ আমাদের সমাজেও রয়েছে। সেই কংশদের দমন করতে হবে। আমাদের ধর্মে বলা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে উভয়ে সমঅপরাধী। আমি সাড়ে ৯ বছর আপনাদের সেবা করে যাচ্ছি, আমি যেই প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করার চেষ্টা করেছি। আমি যে কোনো অন্যায় করিনি সে কথা রাজনৈতিক প্রতিপক্ষরাও স্বীকার করে। যার কারণে আমার বিরুদ্ধে কোনো কটু বাক্য করে না। আমার কারণে যদি আপনাদের সম্মান ক্ষুণœ না হয় তাহলে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটোয়ারী দুলাল, কেন্দ্রীয় জন্মাষ্টমী পরিষদের সহ-সাধারণ সম্পাদক লায়ন দিলীপ কুমার ঘোষ ও জেলা জন্মাষ্টমীর সহ-সভাপতি ব্রজবল্লব দাস। উপস্থিত ছিলেন পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, ধর্মানুরাগী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী প্রমুখ।

সর্বাধিক পঠিত