• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে দুই ইউপি সদস্যের শপথ গ্রহণ

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের উপ-নির্বাচনে নবনির্বাচিত ৫নং ওয়ার্ড মেম্বার ও সাদুল্লাপুর ইউনিয়নের নবনির্বাচিত ৯নং ওয়ার্ড মেম্বার শপথ গ্রহণ করেছেন। গত ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করান।
    সম্প্রতি মোহনপুর ইউপির ৫নং ওয়ার্ড মেম্বার উপ-নির্বাচনে মোঃ শাহাদাত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাদুল্লাপুর ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার পদে উপ-নির্বাচনে মোঃ মহসিন হোসেন সিয়াম ভোটের মাধ্যমে জয়লাভ করেন। মঙ্গলবার জয়ী মেম্বারদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। এ সময় সততা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রের সম্মান বজায় রেখে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন নির্বাচিত মেম্বারবৃন্দ। উল্লেখ্য, ওই দুই ওয়ার্ড মেম্বারদের মৃত্যুজনিত কারণে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।