কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে ইউএনও’র মতবিনিময়
সম্প্রতি দেশের ২শ’ ৭১টি কলেজকে সরকারিকরণ করা হয়েছে। এসব সরকারিকরণকৃত কলেজের শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ মোতাবেক চলমান পরিচালনা পর্ষদের সকল কার্যক্রম বিলুপ্ত ঘোষিত হয়। কলেজের শিক্ষক-কর্মচারীগণ আত্তীকরণ না হওয়া পর্যন্ত কলেজের আর্থিক বিষয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম কলেজ অধ্যক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ স্বাক্ষরে পরিচালিত হবে। উক্ত বিধির আলোকে সদ্য সরকারিকরণকৃত কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের দায়িত্ব পেয়ে গত মঙ্গলবার কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দীন চৌধুরীর সভাপ্রধানে ও ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায় মতবিনিময় সভার প্রধান অতিথি তাঁর বক্তব্যে গুণগত শিক্ষায় শিক্ষার্থীদেরকে গড়ে তোলার ব্যাপারে শিক্ষকদেরকে আন্তরিক হওয়ার ও কলেজের নিয়মশৃঙ্খলা অনুসরণ করে সুশিক্ষা অর্জনের জন্যে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক একেএম কামরুল হাসান ভূঁইয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এমএ কালাম আজাদ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফা জামান, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজুন নাহার ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অর্পণা রাণী দেব।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন তামান্না আক্তার ও আঁখি আক্তার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাজুলী ও গীতা পাঠ করেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক উত্তম চন্দ্র সরকার। মতবিনিময় সভার শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।