• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শহরের বঙ্গবন্ধু সড়কে বেপরোয়া স্কুটারের আঘাতে স্কুল ছাত্রী গুরুত্তর আহত ॥ চালক আটক

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে বেপরোয়া সিএনজি স্কুটারের আঘাতে ফাহমিদা রহমান(১০) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে।  ৫ সেপ্টেম্বর বুধবার দুপুর ১ টায় শহরের বঙ্গবন্ধু সড়ক মজুমদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রী ফাহমিদা রহমান বঙ্গবন্ধু সড়কের ভাড়াটিয়া হাবিবুর রহমানের মেয়ে। সে দক্ষিন গুনরাজদী আলআমিন একাডেমি স্কুলের পঞ্চম শ্রেনীতে পড়া লেখা করছে।  
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্কুল ছাত্রী ফাহমিদা রহমান স্কুল ছুটি হওয়ার পরে বাড়ি ফিরছিলো। এ সময় চাঁদপুর থেকে  চাঁদপুর থ ১১-৪৬৬৩ নম্বরের একটি বেপরোয়া গতির সিএনজি স্কুটার যাত্রী নিয়ে ফরিদগঞ্জ চাঁন্দ্রা যাওযার পথে বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় ওই স্কুল ছাত্রীকে সজোরে ধাক্কা মেরে রাস্তায় পাশে ফেলে দেয়। এতে সে গুরুতর ভাবে আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করায়।
ঘটনার সাথে সাথেই স্থানীয়রা সিএনজি স্কুটার চালক আবদুল ছত্তার(৩০)কে আটক করে পুলিশের কাছে সোপর্ধ করে।

 কর্মরত চিকিৎসক জানায়, সড়ক দূরঘটনায় স্কুল ছাত্রীর বুকের একটি হাড় ভেঙ্গে গেছে। তার অবস্থা গুরুত্তর। সুস্থ হতে বেশ কয়েকদিন সময় লাগবে।
এই ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

সর্বাধিক পঠিত