জেলা সিভিল সার্জন কার্যালয়ের ন্যাশনাল নিউব্রন হেলথ প্রোগ্রাম র্যালী ও আলোচনা সভা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৮, ২৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ন্যাশনাল নিউব্রন হেলথ প্রোগ্রাম র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ সেপ্টেম্বর সকালে সির্ভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষীন করে পুনরায় সেখানে গিয়ে তা শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলে রুমে শুরু হয় আলোচনা সভা।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ আনোয়ারুল আজিম।
সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামানের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, মা ও শিশু কল্যান কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ তন্ময় বড়ুয়া।
এসময় অন্যান্য চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মী ও ব্রাদারগন উপস্থিত ছিলেন।