• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যে কোনো বিষয়ের গভীরে গিয়ে যুক্তি দিয়ে সত্যকে বের করে আনাই বিতর্ক : ডাঃ দীপু মনি এমপি

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ‘জ্ঞানের পরিধিকে প্রসারিত করাই বিতর্ক। যে কোনো বিষয়ের গভীরে গিয়ে যুক্তি দিয়ে সত্যকে বের করে আনাই বিতর্ক। বিতর্ক একজন বিতার্কিককে সংবেদনশীল হতে শেখায়। বিতর্ক একজন মানুষকে সহনশীল ও পরমতসহিষ্ণু হতে শেখায়’। গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা-২০১৮-এর উল্লাস (ফাইনাল) পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন ডাঃ দীপু মনি এমপি।
ডাঃ দীপু মনি বিতার্কিকদের উদ্দেশ্যে বলেন, অবশ্যই বিতর্কে বাক্যগঠন, শব্দ চয়ন, কণ্ঠ উঠা-নামা, উচ্চারণ, বক্তব্যের গতি, যুক্তি গঠন-খ-ন এবং তথ্য বিভ্রাট না করা, আঞ্চলিকতা অবশ্যই পরিহারসহ উপস্থিত জ্ঞান থাকতে হবে। বিতর্ক প্রতিযোগিতার বড় বিষয় হলো মাত্রা জ্ঞান। বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদের বিষয়ে তোমাদেরকে সজাগ থাকতে হবে।
ডাঃ দীপু মনি আরো বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাগরিক সুবিধা হাতের মুঠোয় এনে দিয়েছেন। দেশের প্রায় ১২ কোটি লোক আজ মুঠোফোন ব্যবহার করছেন। এই বারো কোটি লোক ইন্টারনেটের মাধ্যমে সরকারি-বেসরকারি সকল সুবিধা নিতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতি মুহূর্তে দেশের সকল খবরাখবর জানা সম্ভব হচ্ছে। এখন আর কেউ অন্যায় বা অপকর্ম করলে তা লুকিয়ে রাখা সম্ভব নয়। বাংলাদেশের অভাবনীয় সাফল্যে সম্প্রতি পাকিস্তানের রাজনৈতিক শীর্ষপদের নেতাদের বক্তব্যের উদাহরণ টেনে ডাঃ দীপু মনি বলেন, যে পাকিস্তান আমাদের উপর অন্যায়-অত্যাচার করেছে, সে পাকিস্তানে আজ তাদের নিজেদের উন্নয়নের কথা বলতে গিয়ে বলে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, পাকিস্তান সেভাবে এগুলেই আসছে দশ বছরে আমরা অনেক এগিয়ে  যাবো। উন্নয়নের দিক দিয়ে বাংলাদেশ আজ বিশে^র কাছে রোল মডেল। এর পেছনে জাতির জনক বঙ্গবন্ধু ও জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
ডাঃ দীপু মনি এমপি বলেন, অন্ধকার ও অপশক্তির ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করে আবার সপরিবারে জাতির জনককে হত্যা শেষে বিচারকার্য বন্ধে আইন পাস করে, তাদেরকে প্রতিহত করতে হবে।
পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেডের স্বত্বাধিকারী কামরুল হাসান শায়কের সভাপ্রধানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাতা রোটাঃ আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরীসহ অতিথিবৃন্দ।

 

সর্বাধিক পঠিত