• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো অষ্টম শ্রেণীর ছাত্রী

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মতলব দক্ষিণ উপজেলার বহরী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রীকে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা করলেন ওই বিদ্যালয়ের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছলেমান প্রধান।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বিকেলে দক্ষিণ বহরী গ্রামের মোঃ মিজান মিয়া তার অষ্টম শ্রেণীতে পড়–য়া নাবালিকা মেয়েকে বিয়ে দেয়ার জন্যে প্রস্তুতি নেন চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায়। বাল্যবিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই বিদ্যালয়ের সভাপতি ও উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছলেমান প্রধান ছাত্রীর বাড়িতে যান এবং বিয়ের আয়োজন দেখে ছাত্রীর মা-বাবাকে বাল্যবিয়ে বন্ধ করতে বলেন। সে সাথে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বিভিন্ন যুক্তি প্রদান করলে মেয়ের বাবা মা ও আত্মীয়স্বজন সবাই ওই বিয়ে না দেয়ার সিদ্ধান্ত নেন।
ঘটনার পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওই ছাত্রীটি বিদ্যালয়ে উপস্থিত আছে এবং সে যে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে সেই তথ্য শুনেছি।
বিদ্যালয়ের সভাপতি ছলেমান প্রধান বলেন, বাল্যবিয়ের বিষয়টি এলাকার লোকজনের কাছ থেকে জেনে তাদের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করার ব্যবস্থা করি।

সর্বাধিক পঠিত