• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সান্ধ্যকালীন ধর্মীয় আলোচনা সভায় ডাঃ দীপু মনি এমপি

দুষ্টের দমন আর শিষ্টের লালনের মধ্য দিয়েই আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 পরমেশ^র ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ আয়োজিত দুদিনব্যাপী ধর্মীয় উৎসবের গতকাল ছিল শেষ দিন। এদিন সন্ধ্যায় শহরস্থ শ্রী শ্রী কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে সান্ধ্যকালীন ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি তাঁর বক্তব্যে সকলের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শ্রীকৃষ্ণ যে বাণী প্রচার করেছেন তা অনুধাবন করেই আমাদের এগিয়ে চলতে হবে। তিনি দুষ্টের দমন ও শিষ্টের পালন করার কথাই বলে গেছেন। আমরা যে যেই অবস্থায় আছি তা যদি পালন করতে পারি, তাহলেই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। তিনি আরো বলেন, যুগে যুগে মহাপুরুষরা পৃথিবীতে আগমন করেছেন শান্তি স্থাপন করার জন্যে। তিনি বলেন, সারাদেশের মত চাঁদপুর এগিয়ে যাচ্ছে। চাঁদপুরে মেডিকেল কলেজ স্থাপিত হচ্ছে। এ বছরই মেডিকেল কলেজের ভর্তি শুরু হয়েছে এবং অস্থায়ী ভবনে মেডিকেল কলেজের কার্যক্রম শুরু হবে।
    তিনি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে আরো বলেন, দেশ আজ সকল ক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। জাতির জনকের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের এই উন্নয়নমূলক কর্মকা- ধরে রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তিনি পুনরায় চাঁদপুরবাসীর সেবা করার জন্যে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান, পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম ও স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোপাল চন্দ্র সাহা, সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ সাহা মুন্না। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অনুপ কুমার চক্রবর্তী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, বিবি দাস, সমাজকল্যাণ সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, হানী সিদ্দিক মেমোরিয়াল হস্পিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ এসএম মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাসুদেব মজুমদার, সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক আইউব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজসহ বিভিন্ন মঠ, মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আনন্দ ধ্বনি সংগীত শিক্ষায়তনের পরিবেশনায় নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। এতে শিল্পীদের সাথে যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর পূর্বে বিকেল সাড়ে ৫টায় কালীবাড়ী মন্দির প্রাঙ্গণ হতে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ জিহাদুল কবির পিপিএম। এ সময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গনি পাটওয়ারীসহ প্রশাসনিক কর্মকর্তাসহ হিন্দু নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।