• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদ ভেঙ্গে পড়েছে ॥ ভাগ্যক্রমে বেঁচে গেলেন এক কর্মকর্তা

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 ফরিদগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের ছাদের একটি অংশ ভেঙ্গে পড়েছে। এতে করে অল্পের জন্যে বেঁচে গেলেন ইপিআই বিভাগের সহকারী কর্মকর্তা মোবাশে^রা বেগম। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। প্রাণে বেঁচে যাওয়া এ কর্মকর্তা বলেন, আমি প্রতিদিনের মতো শনিবার  অফিসের কাজ করছিলাম। এ সময় আমার চেয়ার ছেড়ে অদূরে থাকা ফ্রিজের কাছে গেলে উপর থেকে ছাদের বিশাল একটি অংশ ভেঙ্গে আমার চেয়ারে পড়ে। আমি যদি কয়েক সেকেন্ড পরে উঠে যেতাম তাহলে নিশ্চিত আমার মৃত্যু ঘটতো। আমরা এখন এ ভবনে আতঙ্ক নিয়ে কাজ করছি।
    উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম শিপন রোববার বিকেলে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমরা এক সপ্তাহের মধ্যে নতুন ভবনে চলে যাবো। কারণ ক’দিন আগে আমার রুমেও ছাদের একটি ভাঙ্গা অংশ পড়েছে। আমি থাকলে হয়তো আমিও দুর্ঘটনা কবলিত হতাম।
    জানা গেছে, ২০১৫ সালের ১২ আগস্ট স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশন শেষে স্বাস্থ্য কর্মকর্তা-সুধীজনদের সাথে মতবিনিময় সভায় পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এতে করে স্বাস্থ্য প্রকৌশল বিভাগের আওতায় পুরাতন ভবনটির স্থলে ৯ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের জন্যে টেন্ডার হয়। ভবনটি ভেঙ্গে নতুন করে একটি ভবন নির্মাণের জন্যে কাজের অনুমতি আসে গত ১৭ আগস্ট।
    এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, আমরা নতুন ভবনে কাজের অনুমতি পেয়েছি। এ ভবনটি ভাঙ্গার জন্যে আমরা দাম নির্ধারণ করেছি। আগামী দুই সপ্তাহের মধ্যে দাম নির্ধারণ করে জমা দিবো।

সর্বাধিক পঠিত