পুরাণবাজারে জন্মাষ্টমী উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধনকালে মেয়র নাছির উদ্দিন আহমেদ
সমাজের দুষ্ট চক্রকে নির্মূল করতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হবে
ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে গতকাল ২ সেপ্টেম্বর রোববার চাঁদপুর পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে ৩ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
গতকাল রোববার বিকেল ৪টায় পুরাণবাজার হরিসভা মন্দির প্রাঙ্গণে শোভাযাত্রা উদ্বোধন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠান পুরাণবাজারে ব্যাপকভাবে উদ্যাপন করা হচ্ছে। যখন পৃথিবীতে অন্ধকার নেমে এসেছিল ও অত্যাচারীদের মাত্রা বেড়ে গিয়েছিল তখনই অত্যাচারী রাজা কংশের কারাগারে শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন। তিনি আবির্ভূত হয়ে পাপীদের বিনাশ ও ধর্ম সংস্থাপন করেছিলেন। তিনি বলেন, আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশের স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা এমনি এমনি আসেনি। মুক্তিযুদ্ধ করেছি জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে মিলে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ডাকেই সেদিন বাঙালি জাতি ধর্ম বর্ণ ভুলে গিয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তুলতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর সাম্প্রদায়িক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশে সাম্প্রদায়িকতা কায়েম করতে চেয়েছিল। আমরা বাঙালি জাতি এদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখব। এখানে কংশ রাজার মতো আমাদের মধ্যে দুষ্ট চক্র রয়েছে। সমাজের দুষ্ট চক্রকে নির্মূল করতে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। যারা ধর্মের নামে অন্যায় আচরণ করে তাদের প্রতিহত করব। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলে কোনো কথা নেই। এটি বাঙালির সংস্কৃতি। আমরা সকল ধর্মের মানুষ যার যার মতো ধর্ম পালন করব।
পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি অনন্ত চক্রবর্তীর সভাপতিত্বেও ও উপদেষ্টা সাংবাদিক বিমল চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সহদেব দেবনাথ। উপস্থিত ছিলেন অযাচক আশ্রমের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী, জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধীকারী, জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম প্রমুখ।
পরে জন্মাষ্টমী উপলক্ষে পুরাণবাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পুরাণবাজার নতুনবাজার পরিভ্রমণ শেষে হরিসভা মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সন্ধ্যায় শিশু কিশোরদের শ্রীমদভাগবত পাঠ প্রতিযোগিতা, মহিলাদের শঙ্খ ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭টায় ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অযাচক আশ্রম চাঁদপুরের অধ্যক্ষ সুখরঞ্জন ব্রহ্মচারী। রাত ৯টায় চাঁদপুর অযাচক আশ্রমের শিল্পীদের পরিচালনায় ধর্মীয় বিচিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি স্বাগত বক্তব্য রাখেন। এ সময় পূজা উদ্যাপন পরিষদ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।