প্রকাশ্য রাস্তায় এক নারীকে অচেতন করে স্বর্ণালঙ্কার নিয়ে উধাও প্রতারক চক্র
খোদেজা আক্তার (৫৫) নামে এক নারীকে প্রকাশ্যে রাস্তার উপর অচেতন করে তার ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে প্রতারক চক্রের ৩ সদস্য। ঘটনাটি ঘটেছে গত শনিবার সন্ধ্যার পূর্বে শহরের কালীবাড়ি মন্দিরের সামনে। প্রতারকদের আটক ও চিহ্নিত করতে পুলিশ শহরের কালীবাড়ি এলাকার বেশ কয়েকটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা দেখে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় অভিযোগ করা হয়েছে।
জানা যায়, চাঁদপুর শহরের আদর্শ মুসলিমপাড়ার বাসিন্দা খোদেজা আক্তার বাসা থেকে বের হয়ে বাজার করার উদ্দেশ্যে পালবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি হেঁটে কালীবাড়ি মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতারক চক্রের ৩ সদস্য তার পিছু নেয়। তারা খোদেজা আক্তারকে রাস্তায় দাঁড় করিয়ে তার মুখের সামনে কৌশলে স্প্রে করে গলিতে নিয়ে তাকে অচেতন করে তার হাতের, কানের ও গলার প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যায়। পরে খোদেজা আক্তার রাস্তার পাশে পড়ে থেকে এলোমেলো কথা বলতে থাকে। তাৎক্ষণিক তার পরিবারের লোকেরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং ঘটনাটি চাঁদপুর মডেল থানাকে অবহিত করে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
চাঁদপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান মোল্লা জানান, প্রতারক চক্র ওই নারীকে প্রলোভন দেখিয়ে গলির ভেতরে নিয়ে স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারক চক্রের সদস্যদের আটক করা সম্ভব হবে বলে তিনি জানান।