• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জন্মাষ্টমী মহোৎসবের সমাপনী দিনের আলোচনা সভায় ডাঃ দীপু মনি এমপি

আমাদের মাঝে লোক হিংসা ও অন্যের সম্পত্তি গ্রাস করা অসুরদের দূর করতে হবে

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ২২:১৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-হাইমচর উন্নয়নের রূপকার আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।এই দেশে আমরা যারা বসবাস করি তারা কখনোই হিন্দুদের ধর্মের চোখে নয় ভাইয়ের চোখে দেখি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সেই শিক্ষাই দিয়েছি। তিনি আরো বলেন, আমাদের মাঝে লোক হিংসা ও অন্যের সম্পত্তি গ্রাস করা অসুরদের দূর করতে হবে।  অসহায় ও যার অধিকার কেরে নেয়া হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, হিন্দু মুসলমান সকলে মিলেই এদেশ অসাম্প্রদায়িক হিসেবে গড়ে তুলেছে। ধর্ম যার যার উৎসব সবার বলেই আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা যেখানেই দুষ্ট দেখবো তা দমন করবো আর সৃষ্টের পালন করবো।তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি আপনাদের মেয়ে হয়ে যদি আমার মেধা দিয়ে সারাদেশে চাঁদপুরের উন্নয়নের জন্য কাজ করে থাকি। তাহলে আগামী নির্বাচনে আমাকে আবারো আপনাদের হয়ে কাজ করার সুযোগ দিবেন। এ সময় তিনি চাঁদপুরে অস্থায়ীভাবে মেডিকেল কলেজে ক্লাস চলবে বলেও ঘোষণা দেন।  ২ সেপ্টেম্বর রোববার পরেমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে জেলা জন্মাষ্টমী পূজা উদ্যাপন পরিষদের আয়োজিত ২য় দিনে সমাপনী অনুুুষ্ঠানের আলোচনা সভায় কালী মন্দিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সাহা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। তিনি বলেন, আমরা জানি শ্রীকৃষ্ণের মামা কংসে বদ করার মাধ্যমেই আমরা দুষ্টকে বদ করা শিখেছি। হিন্দুসহ সকল ধর্মের সম্প্রতি বজায় রাখতে জেলা পুলিশ কাজ করবে বলেও তিনি অঙ্গিকার করেন। এ সময় তিনি হিন্দুদের দুর্গা পূজায় চাঁদপুর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে বলেও ঘোষণা দেন। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি ব্রজ বল্লব দাস, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা ভূমি কর্মকর্তা প্রবীর চক্রবর্তী, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ, সহ-সভাপতি তৌহিদ মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, চাঁদপুর সদর সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, সহ-সাধারণ সম্পাদক লিটন সাহা, চাঁদপুর সদর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী প্রমুখ। এর আগে বিকেল ৩টায় কালীবাড়ি মন্দির প্রাঙ্গন হতে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটোয়ারীর নেতৃত্বে জন্মাষ্টমী উপলক্ষে শহরে একটি বিশাল র‌্যালি বের করা হয়। যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে এসেই শেষ হয়। অনুষ্ঠান চলাকালীন সময়ে আগত অতিথিদের সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয় আনন্দধ্বনী সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।

 


 

 

সর্বাধিক পঠিত