• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২ দিনব্যাপী উৎসব উদ্বোধন

ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানবতার জন্ম হয়

-----------মেয়র নাছির উদ্দিন আহমেদ

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল ১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২ দিনব্যাপী কর্মসূচির ১ম দিনের ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেছেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
    চাঁদপুর শহরস্থ কালীবাড়ি মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে মানবতার জন্ম হয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান পৃথক হওয়ার পরেই বুঝতে পেরেছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশ পরিচালিত হতে পারে না। তাই তিনি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে মানুষকে ধর্মীয় রাজনীতি ও ধর্ম ব্যবসা বন্ধ করতে জাগ্রত করেছিলেন। সেই আদর্শে দেশ স্বাধীন হয় এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ হয়। সেই বঙ্গবন্ধুর নীতি আদর্শ অনুসরণ করে দেশকে জাতির পিতার কন্যা শেখ হাসিনা এগিয়ে নিয়ে যাচ্ছেন। সে লক্ষ্যে জন্মাষ্টমীতে জাতীয় ছুটি ঘোষিত হয়েছে। এতে প্রমাণ হয়েছে আওয়ামী লীগের মাধ্যমেই দেশে সুষ্ঠু ধারার ধর্ম পরিচালনা সম্ভব। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে তিনি সকলকে দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী।
    জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সাহার সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সাহা মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সহ-সভাপতি ব্রজ বল্লব দাস, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, চাঁদপুর সদর সভাপতি সুশীল সাহা, সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, সহ-সাধারণ সম্পাদক লিটন সাহা, চাঁদপুর সদর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ফেরদৌসী আক্তার, সাবেক পৌর কাউন্সিলর শাহাজাহান চোকদার, মাহফুজ বেপারী প্রমুখ। পরে মন্দিরে আগত ভক্ত ও উপস্থিত ব্যক্তিবর্গের মাঝে শ্রীকৃষ্ণের মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

সর্বাধিক পঠিত