• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আজ ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর আসছেন

চাঁদপুর ও হাইমচরে আজ থেকে তিনদিনের ব্যাপক কর্মসূচিতে অংশ নেবেন

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি আজ থেকে তিনদিন চাঁদপুর ও হাইমচরে ব্যাপক কর্মসূচিতে অংশ নেবেন। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকা থেকে নদী পথে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। চাঁদপুর পৌঁছে তিনি সন্ধ্যা ৭টায় শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের আবির্ভাব উৎসব-২০১৮ উপলক্ষে জন্মাষ্টমী উৎসবের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। রাত ৯টায় তিনি তাঁর বাসভবনে পুরাণবাজার ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভায় সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন।
    আগামীকাল ৩ আগস্ট সোমবার সকাল সাড়ে ৯টায় ডাঃ দীপু মনি সদর উপজেলায় যুব বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এরপর থেকে পর্যায়ক্রমে সকাল ১০টায় কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, বেলা ১২টায় সফরমালী হাইস্কুল মাঠে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময়, দুপুর ১টায় আমানউল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের উপর ব্রীজের উদ্বোধন এবং সড়কের নির্মাণ কাজের উদ্বোধন, দুপুর দেড়টায় মতলব থেকে সফরমালী পর্যন্ত সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর পৌনে ২টায় কল্যান্দী মিলিটারী সড়ক থেকে কল্যান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ৩টায় দাসদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে যোগদান ও একই সময় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়, বিকেল ৬টায় হাইমচরে জন্মাষ্টমী উৎসবের ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, রাত ৮টায় চাঁদপুর শহরের নতুনবাজার গোপাল জিউর আখড়ায় জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান এবং রাত ১০টায় তিনি নিজ বাসভবন কদমতলাস্থ বাসায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পোস্টার উন্মোচন করবেন।
    ৪ আগস্ট মঙ্গলবার ডাঃ দীপু মনি এমপি চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ১০ম পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতা-২০১৮-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে দুপুর ১২টায় তিনি লঞ্চযোগে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।