• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বকুলতলা সড়ক অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ

পৌর মেয়রের দৃষ্টি কামনা

প্রকাশ:  ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের পালবাজার এলাকার বকুলতলা সড়কটির প্রবেশমুখে পৌরসভার নির্ধারিত নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে রাস্তা দখল করে দোকান নির্মাণ ও স্থাপনা করছে মৃধা ট্রেডার্সের স্বত্বাধিকারী ফারুক মৃধা। এ ঘটনায় এলাকাবাসী পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে পালবাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। যে কোনো মুহূর্তে এ রাস্তা দখল ও দোকান নির্মাণ নিয়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা বিরাজ করছে। এ বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা সরেজমিনে গত শুক্রবার বাধা দিতে গেলে নির্মাণকারীদের সাথে ব্যবসায়ীদের ব্যাপক বাকবিত-া ও উত্তেজনার  সৃষ্টি হয়।
    পালবাজারের প্রবেশমুখ লাগোয়া বকুলতলা সড়কটিতে যে স্থাপনা রয়েছে, তা বিগত মালিক ফজলুর রহমানের ওয়ারিশরা মোঃ বাদশা ভূঁইয়া ও মৃধা ট্রেডার্সের মালিক ফারুক মৃধার কাছে বিক্রি করে দেন। সে স্থানে এখন ফারুক মৃধা পূর্বের দেয়াল ভেঙ্গে নতুন করে চারপাশে টিন দিয়ে বাউন্ডারি ও ভেতরে আরসিসি পিলার দিয়ে সড়কটির আরো বেশি অংশ দখল করে বিল্ডিং করার পাঁয়তারা করছেন বলে পালবাজারের ব্যবসায়ী ও বকুলতলাবাসী অভিযোগ করে পৌর কর্তৃপক্ষকে জানিয়েছে। এভাবে বিল্ডিং করলে সড়কটি আরো সঙ্কুচিত হয়ে যাবে। এ রাস্তাটি যেনো পূর্বের চেয়ে আরো প্রশস্ত করা হয় সেদিকে দৃষ্টি দেয়ার জন্যে পৌর মেয়রের কাছে দাবি জানিয়েছেন পালবাজারের শত শত ব্যবসায়ী ও বকুলতলা সড়ক এলাকায় বসবাসরত লোকজন।
    বকুলতলা সড়কটিতে কালী বাবুর বাসা থেকে অ্যাডঃ ইকবাল-বিন-বাশার সাহেবের বাসা পর্যন্ত যে পরিমাণ জায়গা রয়েছে তার চেয়ে প্রায় ৫ ফুট জায়গা দখল করে রয়েছে ফজলুর রহমানের বাড়ির (বর্তমানে বাদশা ভূঁইয়া) বাউন্ডারি দেয়ালটি। এ বাড়তি দেয়ালের কারণে পালবাজারে ও বকুলতলা এলাকায় বাসা-বাড়িতে অগ্নিকা-ের সৃষ্টি হলে ফায়ার সার্ভিসের গাড়ি এলাকায় প্রবেশ করতে না পারাসহ বড় বড় দুর্ঘটনা ঘটছে।
    এ সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে থাকে। এর মধ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও রয়েছে। এ সড়কটির পালবাজার এলাকায় প্রবেশমুখে রাস্তার অংশ দখল করে বিগত দিনে ফজলুর রহমান নামে এক ব্যক্তি প্রভাব খাটিয়ে অবৈধভাবে তার বাড়ির বাউন্ডারি দেয়াল নির্মাণ করেন। বিগত বহু বছর যাবৎ সড়কের অংশ দখল করে রাখায় এ এলাকার শত শত ব্যবসায়ী ও হাজার হাজার পথচারীর চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এ সড়কের ভেতরে সব স্থানে মোটামুটি প্রশস্ত থাকলেও বকুলতলা রোডের মাথা পর্যন্ত প্রায় ১শ’ ফুট জায়গার দেয়ালটি সড়কের উপর চলে আসায় এখান দিয়ে ২টি রিক্সা পাশাপাশি চলাচল করতে পারছে না। তার মধ্যে আবার আড়ত ব্যবসায়ীরা সড়কটির দুপাশে কাঁচা মালামাল রাখায় সড়কটি দিয়ে চলাচল খুবই দুঃসাধ্য হয়ে পড়েছে।
    এলাকাবাসী ক্ষোভের সাথে বলেন, বকুলতলা সড়কটি প্রশস্ত না থাকায় পালবাজার তথা এ এলাকার বাসা-বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটলে এ সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে পারবে না। তাতে জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়ে যাবে। গত ক’মাস পূর্বে পালবাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছিল। তখন ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে প্রবেশ করতে না পারায় বাজারের প্রায় ৩০টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার সম্পদ ক্ষতি সাধিত হয়। চাঁদপুর পৌর কর্তৃপক্ষ জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি বিবেচনায় নিয়ে এ সড়কটি প্রশস্ত করবে বলে এলাকাবাসীর দাবি।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

 

সর্বাধিক পঠিত