• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পালবাজারে মৃধা ট্রেডার্সের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশ:  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

    চাঁদপুর শহরের পালবাজারে কাঁচামাল আড়ত ব্যবসায়ী মৃধা ট্রেডার্সের নতুন ভবন নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মোঃ ইউসুফ গাজী। উদ্বোধন শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন চৌধুরী জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ মোঃ সলিম।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির খান, পৌর ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল লতিফ গাজী, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন, পৌর ইঞ্জিঃ মোঃ জাহিদ হোসেন, সার্ভেয়ার মনির হোসেন, মৃধা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ বাচ্চু মৃধা, মোঃ ফারুক মৃধা, যুবলীগ নেতা আব্দুল গণি, সমাজসেবক আলহাজ¦ আব্দুর রাজ্জাক মোল্লা, পালবাজার আড়ত ব্যবসায়ী ইলিয়াস বেপারী, মফিজুল ইসলাম, মোঃ ইউসুফ খান, ঠিকাদার আরিফ হোসেন ঢালী, যুবলীগ নেতা নিতাই সাহাসহ পালবাজারের বিভিন্ন আড়ত ব্যবসায়ীবৃন্দ।
    মৃধা ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোঃ ফারুক মৃধা জানান, এ ভবন নির্মাণ কাজে জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি ইউসুফ গাজীসহ বিভিন্নজন আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার কারণে আজকে আমরা ভবন নির্মাণ করতে পারছি। এজন্যে মৃধা ট্রেডার্সের পক্ষ থেকে আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া সকলের সহযোগিতা নিয়ে ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে চাই।