ফরিদগঞ্জে যুবলীগের শোক দিবসের আলোচনা সভা
নির্বাচনে ফরিদগঞ্জ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে ষড়যন্ত্রের জবাব দেবো
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের মাসব্যাপী কর্মসূচির শেষ দিন গতকাল ৩১ আগস্ট শুক্রবার ফরিদগঞ্জে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ এবং হকার্সলীগের মতো প্রতিটি অঙ্গ-সংগঠন ইউনিয়ন থেকে উপজেলা পর্যায়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এ ধারাবাহিকতাকে আরো জোরালো করে ফরিদগঞ্জ থেকে যে আওয়ামী লীগের সোনার খনি বেরিয়েছে তার ফল দিয়ে আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করার সাথে সাথে শেখ হাসিনাকে আবারো এদেশের প্রধানমন্ত্রী বানানোর প্রক্রিয়ায় আমরা এগুচ্ছি। কিন্তু সেই খন্দকার মোশতাক চক্রের প্রেতাত্মারা আবারো ফরিদগঞ্জের অর্জিত ফসল নষ্ট করার প্রক্রিয়া শুরু করেছে। আমাদের এত অর্জিত সাফল্য আমরা বৃথা যেতে দেবো না। আগামী সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ আসনে নৌকার বিজয় নিশ্চিত করে তবেই তাদের ষড়যন্ত্রের জবাব দেবো। তিনি বলেন, গত ৫ বছরে আমরা ফরিদগঞ্জ উপজেলায় উন্নয়নের যে সুবাতাস বইয়ে দিয়েছি, তা আরো জোরদার হবে। এজন্যে ফরিদগঞ্জে আওয়ামী লীগের এমপি ও সরকারে আওয়ামী লীগ থাকতে হবে। তিনি যুবলীগের এই নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, যুবলীগ ফরিদগঞ্জ পুনঃজাগরণ ঘটিয়ে যুবশ্রেণির মধ্যে নবচেতনার উন্মেষ ঘটিয়েছে। আশা করছি তারা নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে অন্য সংগঠনগুলোর মতো দলের প্রতীকের বিজয় নিশ্চিত করতে পাহারাদারের ভূমিকায় অবতীর্ণ হবে।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী সফিক ও যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরানের যৌথ পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, স্বাচিপ নেতা অধ্যাপক ডা. এ কে এম মোস্তফা হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন স্বপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান স্বপন, ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ, মহিলা লীগের সহ-সভাপতি আজমীর বেগম, যুবমহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দীপু, ইউনিয়ন যুবলীগের পক্ষে জাহাঙ্গীর আলম মিজি মোহন। এ সময় প্রতিটি ইউনিয়ন যুবলীগের সভাপতি, সম্পাদকসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।