কাল শুভ জন্মাষ্টমী
বিকেল ৫টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা
আগামীকাল ২ সেপ্টেম্বর রোববার সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। এ উপলক্ষে সারাদেশের ন্যায় চাঁদপুরেও ব্যাপকভাবে উদ্যাপিত হবে জন্মাষ্টমী উৎসব। উৎসবকে কেন্দ্র করে চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দিরে জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ২ দিন, নতুনবাজার গোপাল জিউড় আখড়ায় ২ দিন ও পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ হরিসভা মন্দির কমপ্লেক্সে ৩ দিনব্যপী উৎসবের আয়োজন করা হয়েছে।
এসব আয়োজনে ধর্মীয় কর্মসূচির মধ্যে রয়েছে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, গীতা আবৃত্তি, শঙ্খ উলুধ্বনিসহ বিভিন্ন প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা, গীতি নৃত্যানুষ্ঠান, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে ২ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় চাঁদপুর শহরে বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। সুসজ্জিত শোভাযাত্রায় পৌরাণিক সাজে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ প্রকাশিত হবে। শোভাযাত্রাটি পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লক্স হতে আরম্ভ হয়ে চাঁদপুর শহরস্থ শ্রীশ্রী কালীবাড়ি মন্দির হয়ে নতুনবাজার গোপাল জিউড় আখড়ার সামনে দিয়ে শহর প্রদক্ষিণ শেষে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে শেষ হবে।
শোভাযাত্রায় অংশ নেবে জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ, গোপাল জিউড় আখড়া, পুরাণবাজার ঘোষপাড়া, দাসপাড়া, হরিজন কলোনী, নতুনবাজার বড়স্টেশন হরিজন কলোনী, স্বর্ণখোলা হরিজন কলোনীসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তবৃন্দ। বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় ডাঃ দীপু মনি এমপি, সুজিত রায় নন্দী ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন।
এছাড়া ৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে হরিসভা মন্দির কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী বিটিভির জনপ্রিয় ইত্যাদি অনুষ্ঠানের কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।