কচুয়ায় অজ্ঞান পার্টির কবলে স্কুল শিক্ষিকা
কচুয়ায় ১৫৪নং সাহারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুপর্ণা রাণী পাল অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। বৃহস্পতিবার সুপর্ণা রাণী পাল তার ছয় বছরের ছেলে তীর্থ পালসহ স্কুল থেকে বিকেলবেলা সিএনজি স্কুটারযোগে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের পাল বাড়িতে যাচ্ছিলেন। এ সময় স্কুটারে থাকা দাঁড়িওয়ালা এক ব্যক্তি তার ছেলেকে অস্ত্র ঠেকিয়ে সুপর্ণা রাণীর মুখে রুমাল দিয়ে অজ্ঞান করে তার সাথে থাকা স্বর্ণের হাতের বালা, আংটি ও গলার চেইন খুলে নিয়ে মা-ছেলেকে রহিমানগর মধ্য বাজারের ব্রিজের নিকট ফেলে যায়। সংজ্ঞাহীন অবস্থায় সুপর্ণা রাণী পালকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সুপর্ণা রাণী অচেতন অবস্থায় গোহট পাল বাড়িতে রয়েছে।
ওই এলাকার বাসিন্দা চাঁদপুর জেলা পরিষদ সদস্য সালাউদ্দিন ভূঁইয়া বলেন, আমার এলাকার একজন স্কুল শিক্ষিকাকে অচেতন করে স্বর্ণালঙ্কার নিয়ে যাবার বিষয়টি আমি শুনেছি, সম্ভাব্য সিএনজি স্কুটার চালকের ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।