কচুয়ায় অপহরণের ৪ দিন পর কলেজ ছাত্রী উদ্ধার ॥ আটক ৩
অপহরণের ৪ দিন পর তানজিনা আক্তার (১৬) নামে এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। আর অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে সোহাগ (২১), জাহিদুল ইসলাম চঞ্চল (২০) ও আবুল কাশেম পারভেজ (১৮)কে আটক করা হয়।
পুলিশ ও তানজিনার নিকটাত্মীয়রা জানান, উপজেলার সফিবাদ মোল্লা বাড়ির আব্দুল কাদেরের মেয়ে তানজিনা পালাখাল রুস্তমআলী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্রী। ফেনীর সোনাগাজী উপজেলাধীন আনন্দপুর গ্রামের আবু বকর সিদ্দিকের পুত্র সোহাগের সাথে তানজিনার মোবাইলে রং নাম্বারে পরিচয় হয়। এ সূত্র ধরে গত ২৭ আগস্ট সন্ধ্যায় সোহাগ তার ক’জন বন্ধুকে সাথে নিয়ে তানজিনার পিত্রালয় এসে তাকে বিয়ে করার প্রস্তাব দেয়। তানজিনার অভিভাবকরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওইদিন রাত ১১টার দিকে তানজিনা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে সোহাগ ও তার সঙ্গীরা তানজিনাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২৯ আগস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়। মামলা নং-১৬।
কচুয়া থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই শাহজাহান ও এসআই হানিফ সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে ভিকটিম তানজিনা ও অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করেন। ২৯ আগস্ট রাতে তারা অভিযান চালিয়ে সোহাগের সহযোগী ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলাকান্দী গ্রামের সিদ্দিকের পুত্র আবুল কাশেম পারভেজ ও একই গ্রামের আজাদুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম চঞ্চলকে সোনাগাজী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে ৩০ আগস্ট ভোরে দ্বিতীয় অভিযান চালিয়ে ফেনী সদর থানার পশ্চিম উকিলপাড়ার একটি ভাড়াটিয়া বাড়ি থেকে সোহাগ ও তানজিনাকে উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে।