• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মেঘনায় তলিয়ে যাওয়া যাত্রী ৫ ঘণ্টা পর জীবিত উদ্ধার!

প্রকাশ:  ৩১ আগস্ট ২০১৮, ০১:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ঢাকা-চাঁদপুর নৌ পথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ এমভি তুতুল থেকে নদীতে পড়ে নিখোঁজ   হওয়া যাত্রী শরীফ খান (৩০)কে ৫ ঘণ্টা পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে। গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় মেঘনা নদীতে বালু উত্তোলনকারী বাল্কহেডের শ্রমিকরা তাকে নদীতে ভাসতে দেখে ল¹িমারার চর নামক স্থান থেকে উদ্ধার করে চাঁদপুর নৌ থানায় খবর পাঠায়। তাৎক্ষণিক তুতুল লঞ্চের মালিক প্রতিনিধি আলী আজগর সরকার, চাঁদপুর বিআইডাব্লিউটিএর কর্মকর্তা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রী শরীফ খানকে উদ্ধার করে রাত ২টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছেন। গতকাল বুহস্পতিবার দুপুরে শরীফ খান সুস্থ হয়ে তার বাড়ি সদর উপজেলার শাহতলীতে চলে যান। রাতের বেলা ৫ ঘণ্টা মেঘনা অববাহিকায় ভাসতে ভাসতে জীবন যুদ্ধে বেঁচে যাওয়া শরীফের ঘটনা অনেকের কাছেই অবিশ^াস্য মনে হয়। একেই বলে রাখে আল্লাহ মারে কে!
    শরীফ খান জানান, তিনি বুধবার বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা তুতুল লঞ্চযোগে চাঁদপুর আসছিলেন। কয়েক ঘণ্টা পর হঠাৎ প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি লঞ্চের পেছনে যান। সেখানে যখন তিনি প্র¯্রাব করতে বসেন তখন বরিশালের গ্রীন লাইন লঞ্চটি তুতুল লঞ্চের পাশ দিয়ে যাওয়ার সময় প্রচ- ঢেউয়ে তুতুল লঞ্চটি উপরের দিকে জাম্পিং করে। সে সময় তিনি লঞ্চ থেকে নদীতে পড়ে যান। ঘটনাস্থল হচ্ছে মেঘনা নদীর এখলাছপুর এলাকায়। তখন সময় রাত সাড়ে ৭টা। তারপর কিছুক্ষণ তিনি নদীতে সাঁতার দিতে থাকেন। পরে হঠাৎ তিনি নদীতে তলিয়ে যান। এরপর আর কিছুই তিনি বলতে পারবেন না। একসময় তার জ্ঞান আসলে তিনি দেখেন মাঝি-মাল্লাদের ট্রলারে তিনি। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন চাঁদপুর বিআইডাব্লিউটিএর টিআই মোঃ রেজাউল করিম সুমন। তবে লঞ্চ কর্তৃপক্ষ বুধবার এ বিষয়টি অস্বীকার করেছে। তারা বলেছে, এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি।
    প্রত্যক্ষদর্শী যাত্রী জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে এমভি তুতুল লঞ্চটি বিকেলে চাঁদপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসে। লঞ্চটি চাঁদপুরের অদূরে এখলাছপুর নামকস্থানে আসলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যুবকটি লঞ্চের কিনারে  ছিল। হঠাৎ প্রচ- ঢেউয়ের কারণে সে  নদীতে পড়ে যায়। অন্যযাত্রীরাও বিষয়টি জানতে পেরে লঞ্চের মাস্টারকে বিষয়টি অবহিত করে। তাৎক্ষণিক লঞ্চের মাস্টার লঞ্চটি থামিয়ে ব্যাপক তল্লাশি করে। কিন্তু নদীতে কোনো মানুষের উপস্থিতি দেখেনি। এ ব্যাপারে চাঁদপুর বন্দরের দায়িত্বে থাকা কর্মকর্তা, বিআইডাব্লিউটির টিআই মোঃ রেজাউল করিম সুমন জানান, যাত্রী শরীফ খান লঞ্চের কিনারে প্র¯্রাব করতে গিয়ে পড়ে যায়। তার বাড়ি শাহাতলী এলাকায় পুলিশের আইজি সাহেবের বাড়ির কাছে। তাকে রাতে ল¹িমারার চর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বাধিক পঠিত