• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জন্মাষ্টমী উদযাপনে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

প্রকাশ:  ২৮ আগস্ট ২০১৮, ০৯:০৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে চাঁদপুরের জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শওকত ওচমান সভায় সভাপতিত্ব করেন। তিনি গত বছর অনুষ্ঠিত সভার কার্যবিবরণী পাঠ করেন এবং তারই ধারাবাহিকতায় শান্তিপূর্ণভাবে উৎসব উদ্যাপনে প্রশাসনের সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। সভাপ্রধানের বক্তব্যে তিনি বলেন, উৎসব পালন করতে গিয়ে যাতে অন্য ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় কার্যক্রমে ব্যাঘাত না ঘটে সেদিকে আমাদের সকলের নজর রাখতে হবে। নামাজ ও আজানের সময় বাদ্য-বাজনা বাজানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোনোক্রমেই যেনো আইনশৃঙ্খলার অবনতি না হয় সেদিকেও আমাদের সকলের দৃষ্টি রাখতে হবে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এ কথাটি স্মরণে রেখে আমরা একে অপরকে সহযোগিতা প্রদান করবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে অক্ষত থাকে সেদিকে সকলে নজর রাখবেন।
    সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী (দুলাল), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি আ্যডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, সাধারণ সম্পাদক অরূপ কুমার শ্যাম, পুরাণবাজার জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের উপদেষ্টা বিমল চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি নীহার রঞ্জন  হালদার।
    উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, মুক্তিযোদ্ধা অজিত সাহা, হাইমচর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিবেকলাল মজুমদার, সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতা হিতেষ শর্মা, লিটন চন্দ্র দাস, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের নেতা জয়রাম রায়, বিকাশ মজুমদার টিটু, তমাল কুমার ভৌমিক, অমল রক্ষিত মনা, ডাঃ সহদেব দেবনাথ, কার্তিক সরকার, লিটন সাহা, মানিক পোদ্দার, রঞ্জিত সাহা মুন্না, জুয়েল কান্তি নন্দুসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
    উল্লেখ্য, জন্মাষ্টমী উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে গত ২৬ আগস্ট পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম-এর কার্যালয়েও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সভা করেন।