• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বড়স্টেশন মোলহেডে অবৈধ স্থাপনা উচ্ছেদ ॥ পার্কিংয়ের স্থান নির্ধারণ

প্রকাশ:  ২৪ আগস্ট ২০১৮, ১০:৪৫
মিজানুর রহমান ॥
প্রিন্ট

চাঁদপুর শহরের প্রধানতম বিনোদন কেন্দ্র, আকর্ষণীয় পর্যটন (প্রস্তাবিত) স্পট বড়স্টেশন মোলহেড থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। একই সাথে মোলহেডের ভেতরে পর্যটকদের গাড়ি প্রবেশের রাস্তা ও পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। গতকাল ২০ আগস্ট সোমবার বিকেল ৫টায় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান পিএএ’র নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে একটি টিম ওই স্থান পরিদর্শন করে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।
    অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, চাঁদপুরের এ স্থানটি পর্যটন এলাকা ঘোষণা করা হয়েছে। এখানে প্রতিদিন প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। অথচ এর প্রবেশমুখে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল বস্তাবন্দি করে স্তূপ করে রাখা হয়। যা খুবই দৃষ্টিকটু। জেলা প্রশাসক মহোদয় নির্দেশ দিয়েছেন এসব অবৈধ স্থাপনাসহ সকল জঞ্জাল এখান থেকে অপসারণ করার জন্যে। আর জলসা ঘরের সামনে গাড়ি পার্কিংয়ের স্থান নির্ধারণ করা হয়েছে। পর্যটকরা যাতে করে তাদের মোটরসাইকেল ও গাড়িগুলো সেখানে পার্কিং করে রাখতে পারে সে ব্যবস্থা করা হবে।
    অভিযানকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান, স্থানীয় কাউন্সিলর হাজী শাহালম বেপারী, বিআরটিএর ইন্সপেক্টর জিয়াউদ্দিন, কোস্টগার্ডের ইউসিডি মাইনুলসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

সর্বাধিক পঠিত