• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নবাগত পুলিশ সুপারের সাথে জেলা পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাত

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ২২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের নবাগত পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ।
সোমবার (২০ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে নেতবৃন্দ পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বিবি দাস, সাংগঠনিক সম্পাদক গোপাল সাহা,সদর উপজেলা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিটন সাহা, আরকে রাজু ও জনি দাস।
একই সময় উপস্থিত ছিলেন এবং পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র সাহা ও বিকাশ মজুমদার টিটু। এ সময় জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ চাঁদপুরে বছরের বিভিন্ন সময় পুঁজা উদ্যাপন বিষয়ে পুলিশ সুপারকে প্রাথমিক ধারনা দেন। পুলিশ সুপার নেতৃবৃন্দকে বলেন, পূর্বের পুলিশ সুপার আপনাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, আমিও আমার সর্বোচ্চ সহযোগিতা দেয়ার চেষ্টা করবো। আপনাদের অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবো।

সর্বাধিক পঠিত