• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ০৮:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা মাসিক উন্নয়ন সমন্বয় সভা গতকাল রোববার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপ্রধানের বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মঈনুল হাসান। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহায় এ বছর এ জেলায় ২শ’ ৬টি পশুরহাট রয়েছে। প্রতিটি পশুরহাটে মেডিকেল টিম কাজ করছে। হাটে সুস্থ পশু নিশ্চিত করতে হবে। ঈদকে সামনে রেখে জাল টাকা চক্ররা সক্রিয় হয়ে উঠেছে। তাই জাল টাকারোধে সকলকে সচেতন হতে হবে। হাটে পুলিশসহ অন্যান্য নিরাপত্তা কর্মী থাকবেন। কোথাও কোনো সমস্যা হলে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানানোর জন্যে আহ্বান জানান তিনি।
    তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে ১৯ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে পর্যাপ্ত পরিমাণ ভিড় হবে। তাই লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় ১৫ জন রোভার, কোস্টগার্ড ও নৌ-পুলিশ কাজ করছে। লঞ্চের ছাদে যাত্রী উঠানো যাবে না। লঞ্চের ছাদে যাত্রী পাওয়া গেলে মোবাইলকোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে। মানুষের আসা-যাওয়া দুটিই যেনো হয় নিরাপদ, সে লক্ষ্যে যাত্রীসাধারণের নিরাপত্তায় সর্বক্ষণ পাশে থাকবে জেলা প্রশাসন। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল্লাহ মাহমুদ জামান।
    সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আনোয়ারুল আজিম, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ নূরুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল মোতালেব (আবদুল্লাহ), মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাহফুজুর রহমান। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র : চাঁদপুর কণ্ঠ

সর্বাধিক পঠিত