• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রূটে ২ জোড়া ঈদ স্পেশাল ট্রেন

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ০৮:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো মানুষের নিরাপদে গন্তব্যে পৌঁছার দিক বিবেচনা করে পবিত্র ঈদুল আযহায় চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রেলপথে ২ জোড়া বিশেষ যাত্রীবাহী ঈদ স্পেশাল ট্রেন সার্ভিস দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
    চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব-এর কার্যালয় বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের সার্কুলার নং ৫৪.০১.১৫০০.১০৮.০২.০৩৭.১৮, অনুযায়ী : গত ১৮ আগস্ট থেকে ঈদের পূর্বদিন ২১ আগস্ট পর্যন্ত চলাচল করবে এই ঈদ স্পেশাল ট্রেন। আবার ঈদের পরের দিন থেকে একটানা ৭ দিন পর্যন্ত এই ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। গত ১৮ আগস্ট ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে চাঁদপুর পৌঁছে বিকেল ৪টা ২৫ মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় ভোর রাত ৩টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে। ঈদ স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে, চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল ১০টা ৫৫ মিনিটে। ঈদ স্পেশাল-১, ২, ৩ ও ৪ ঈদের পূর্বদিন পর্যন্ত এবং ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত  চলাচল করবে। এসব ট্রেন ফেনী, নাঙ্গলকোর্ট, লাকসাম, চিতোষী, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্টস্টেশনে যাত্রাবিরতি করবে। অর্থাৎ যাত্রীরা চট্টগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্টগ্রাম আসা-যাওয়ার সময় উপরোক্ত স্টেশনগুলোতে ট্রেন থামবে।
   

সর্বাধিক পঠিত