• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

‘তারুণ্যের অগ্রদূতে’র জাতীয় শোক দিবস পালন

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

তারুণ্যের অগ্রদূত সংগঠনের আয়োজনে ‘বঙ্গবন্ধুর গল্পশোনো ও বঙ্গবন্ধুকে জানো’ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সংগঠনের সভাপতি ভিভিয়ান ঘোষের সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক নাদিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক জীবন কানাই চক্রবর্তী। তিনি বলেন, আমাদেরকে দেশের প্রতি ভালোবাসা রাখতে হবে। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। স্বাধীনতাবিরোধীরা আমাদের স্বাধীনতাকে নষ্ট করার জন্যে সবসময় তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদেরকে অপশক্তির বিরুদ্ধে সবসময় সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, বয়স আমার ৮৩ হয়েছে। বয়স অনেক পেরিয়ে গেছে, কিন্তু তোমাদের মতো মনটা আমার শিশুর মতো রয়েছে। আমি তারুণ্যের অগ্রদূত সংগঠনের কর্মকর্তাদের কার্যক্রম দেখে অভিভূত। এ সংগঠনের যুবকরা সুবিধাবঞ্চিতদের জন্যে যা করছে তা দেখে তাদেরকে আমি ধন্যবাদ জানাই।
    অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীতে অনেক রাজনৈতিক হত্যাকা- হয়েছে। তবে বঙ্গবন্ধুর হত্যাকা-টি ভিন্নরকম। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধু নেই, তাঁর ২ কন্যা রয়েছে, ৭ মার্চের ভাষণ রয়েছে, তাঁর সংগঠন আওয়ামী লীগ রয়েছে। মানুষ মরে যায়, তার ভালো কাজ থেকে যায়। তিনি আরো বলেন, চাঁদপুরে তারুণ্যের অগ্রদূত সংগঠনটি বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীর দিনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যে আয়োজন করেছে, সত্যিকার অর্থে তারা ভালো কাজ করেছে। তারা সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে এদেরকে নিয়ে যাবে বহুদূরÑএ আশাই করছি। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাঁদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক মোহাম্মদ শওকত আলী। কবিতা আবৃত্তি করেন সংগঠনের কার্যকরী সদস্য নুসরাত জেরিন, নির্বাহী সদস্য মোঃ মামুনুর রশীদ। সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্য থেকে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য রাখে সৌরভ ও কান্তা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সভাপতি ভিভিয়ান ঘোষ, সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক সিয়াম হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ খান, রিভা আক্তার, সহ-কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র ত্রিপুরা, প্রচার সম্পাদক ইমরান হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক রাসেল মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ মামুনুর রশীদ, আল-আমিন তালুকদার, নুরুল কাদের, জিহাদুল ইসলাম, কার্যকরী সদস্য নুসরাত জেরিন, নজরুল ইসলাম বাবু, সুশান্ত সাহা, সুব্রত দে, মোঃ হৃদয়, সুমাইয়া দিদার শিমু, শারমীন আক্তার বর্ষা, রিংকি আক্তার, রিয়াদ মাহমুদ, আবির রায়, সামান্তা দিদার মারিয়া।

সর্বাধিক পঠিত