• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

যুবলীগ নেতা শরাফত আলী গাজীসহ আহত ৭

চাঁদপুর শহরে অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ২১:১৫ | আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরে অটোরিক্সার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পথচারীসহ ৭ জন গুরুত্বর আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর জখম ২জন মৃত্যুর প্রহর গুণছে। তাদেরকে মূমুর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা হচ্ছে : নজরুল ইসলাম (৭০), মোঃ শরাফত আলী গাজী (৪৮), নূরে আলম (৭), মরিয়ম (৪), মোঃ হুদাইব (৪), মমিন (১৪), রিয়াজ (৩০) ও মনির (১৪)। ঘটনাটি ঘটেছে ১৮ আগস্ট শনিবার দুপুরে চাঁদপুর শহরের বড় স্টেশন সড়কের গুয়াখোলা ও বকুলতলা এলাকায়। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় পৃথক ২টি অভিযোগ করা হয়েছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।
 প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর শহরের ব্যস্ততম সড়ক চাঁদপুর বড় স্টেশন সড়কের গুয়াখোলা ও বকুলতলা এলাকা দিয়ে দ্রত গতিতে চালক বিল্লাল হোসেন অটোরিক্সা চালিয়ে যাচ্ছিল। এ সময় ২ শিশু নূরে আলম (৭) ও মরিয়ম (৪) রাস্তা পারাপারের  সময় আটোরিক্সাটি ২ শিশুর উপর উঠিয়ে দিলে তারা অটোরিক্সার চাক্কায় পৃষ্ঠ হয়ে মারাত্মকভাবে আহত হয়। এতে অটোরিক্সাটি উল্টিয়ে শিশু নূরে আলমের শরীরের উপর পড়ে।  একই সময় বিপরীক দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে আটোরিক্সায় থাকা ৫ জন আরোহী ও চালকসহ ৮ জন গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক পথচারী ও এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। এলাকাবাসী ঘাতক আটোরিক্সাটিকে জব্দ করে পুলিশের হাতে তুলে দেয়। আহতদের অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসক আহত শারাফত আলী গাজী (৪৮) ও নূরে আলম (৭)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। হাসপাতালে গিয়ে দেখা যায়, আহত শিশু নূরে আলমের মাথায় আটোরিক্সার গ্লাস ভেঙ্গে ঢুকে মারাত্মকভাবে আহত হয়েছে। তার গলার বিভিন্ন অংশ কেটে যায়, হাত-পায়ে আঘাতপ্রাপ্ত হয়। শিশু মরিয়ম সড়কে পৃষ্ঠ হয়ে শরীরে আঘাতপ্রাপ্ত হয় এবং মুখমন্ডল গাড়ির চাপায় থেতলিয়ে যায়। আহত শরাফত আলী গাজীর বাম পাটি কয়েক খন্ড হয়ে যায়। আহত নজরুল ইসলামের হাত ও পা ভেঙ্গে যায়। আহত অটোরিক্সার চালক চিকিৎসা নেয়ার পর জনরোষের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যায়। এছাড়া অন্য আহত ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

সর্বাধিক পঠিত