• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে দুই মনোনয়ন প্রত্যাশী এক মঞ্চে

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ০১:৪৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট আওয়ামী লীগের একটি অংশ আয়োজন করে র‌্যালি, আলোচনা সভা ও গণভোজ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদগঞ্জের সাবেক এমপি মরহুম অ্যাডঃ সিরাজুল ইসলামের  পুত্র জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।  
    অনুষ্ঠানের আয়োজক ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রিপন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শুরু হয় শোক র‌্যালি। র‌্যালি শেষে ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সভা মঞ্চেই ফরিদগঞ্জের আরেক প্রয়াত এমপি রাজা মিয়ার পুত্র মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতা আমির আজম রেজার উপস্থিতি দেখে উপস্থিত সকলে উৎফুল্ল হন।
    সরজমিনে উপস্থিত থেকে দেখা গেছে, জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে উপজেলা সদরে বের হওয়া র‌্যালিতে সহ¯্রাধিক নারী-পুরুষ ও যুবকের ঢল। তা দেখে দলীয় নেতা-কমী সমর্থক ছাড়াও এলাকাবাসীর মধ্যে নূতন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। অনেককেই বলতে শোনা যায় যে, যার দলে বর্তমানে নেই কোনো পদ-পদবী, তিনি কোনো শিল্পপতি কিংবা ধনাঢ্য ব্যক্তিও নন। তারপরও তার নেতৃত্বে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও যুবকের ঢল যেনো গত বছরের ন্যায় এবারো নূতনমাত্রার এক দৃষ্টান্ত ও চমক সৃষ্টি করেছে। গত বছরও উক্ত দিবস উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে রোমানের বিশাল সমাবেশ চমক দেখিয়েছিলো।
    এ প্রসঙ্গে ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, নেতা কিংবা জনপ্রতিনিধি তৈরির কারিগর হিসেবে পরিচিত রোমান ভাই তাঁর প্রয়াত বাবার মতই সদাসর্বদা একজন নির্লোভ মানুষ। প্রকৃত ভালোবাসা দিয়ে দলীয় নেতা-কর্মী, সমর্থক ছাড়াও ফরিদগঞ্জবাসীর বিভিন্ন দুঃসময়ে পাশে থাকার আগ্রহটাই তাঁর বেশি। যে কারণে রোমানের নাম শুনলেই হ্যামিলনের বংশীবাদকের ন্যায় সবাই হুমড়ি খেয়ে রাস্তায় নামে।
    উক্ত অনুষ্ঠানের আয়োজক সাইফুল ইসলাম রিপন বলেন, রোমান ভাই তাঁর প্রয়াত বাবা সাবেক এমপি অ্যাডঃ সিরাজুল ইসলামের আদর্শ নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মানুষকে শুধু ভালোবাসাই দিয়ে যাচ্ছেন। সুযোগ পেয়েও রোমান ভাইকে কখনো নিজের স্বার্থে সম্পদ কিংবা টাকার পাহাড় গড়ার জন্যে সময় ব্যয় করতে দেখিনি।