• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জাতীয় শোক দিবস উপলক্ষে

চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে ডায়াবেটিক চিকিৎসা ও রোগ নির্ণয়

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১২:২৫ | আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১২:৩৪
প্রেস বিজ্ঞপ্তি ॥
প্রিন্ট

 হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৫ আগস্ট বুধবার চাঁদপুর শহরের শপথ চত্ত্বরে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
ওই দিন সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠানে উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং চাঁদপুর ডায়াবেটিক সমিতির সম্মানীয় আজীবন সদস্য ডাঃ দীপু এমপি। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের জন্ম না হলে আমাদের এ দেশ স্বাধীন হতো না। স্বাধীনতা পরাজিত শত্রুরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে ধানমন্ডি নিজ বাসায় হত্যা করে। কিন্তু তাদের সে আশা পূর্ণ হয় নি। তিনি আরো বলেন, আমাদের প্রত্যেকের উচিত জাতির জনকের আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে চলা এবং স্বাধীনতা পরাজিত শত্রুরা যাতে এদেশের মানুষের কোনো ক্ষতি করতে না পারে সেজন্যে সতর্ক থাকা। আজকের এ দিনে শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ মাতৃকার সেবায় এগিয়ে যেতে হবে। তিনি বলেন, সমিতির একজন আজীবন সদস্য হিসেবে এ অনুষ্ঠানের উদ্বোধন করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি জাতীয় শোক দিবস উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করার জন্যে চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির পরিচালনা পর্ষদের যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশতাক হায়দার চৌধুরী, সদস্য সুভাষ চন্দ্র রায়, কাজী শাহাদাত ও আলহাজ্ব আবুল কালাম পাটওয়ারীসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিনামূল্যে ১৪৫০ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে অনেকেই চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোঃ খবির উদ্দিন ও ডাঃ ইশরাত জাহান।