• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বিষ্ণুপুর ইউনিয়নে মা সমাবেশে ডাঃ দীপু মনি এমপি

নির্বাচনে নারীদের ভূমিকা থাকে খুবই গরুত্বপূর্ণ, এখন থেকে প্রস্তুতি নিতে হবে

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ০০:২১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয় মাঠে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ আগস্ট মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি। তিনি তাঁর বক্তব্যে বলেন, লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়টি অনেক পুরানো একটি ভবন। এখানে নতুন একটি ভবন প্রয়োজন। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি খুব শীঘ্রই এখানে একটি ভবন করে দেয়ার চেষ্টা করবো। আর অন্য পাশে যে পুরানো ভবন রয়েছে তাও সংস্কার করে দেয়া হবে। এখানকার সকল কাজ পর্যায়ক্রমে শেষ করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার থাকার কারণে শিক্ষার অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা আজকের শিশুদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে গড়ে তুলছেন। সরকার শিক্ষার্থীদের বছরের ১ম দিনে নতুন বই এবং বৃত্তির টাকা দিচ্ছে। এখন শুধু ছাত্র-ছাত্রীদের পড়ালেখা করার সময়। তোমরা মাদক, জঙ্গিবাদ থেকে দূরে থাকবে। আর অভিভাবক যারা রয়েছেন আপানারা আপনাদের মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেবেন না। লেখাপড়া করার মাধ্যমে তাদেরকে প্রতিষ্ঠিত হতে দিন। সরকার এ বিষয়ে সহযোগিতা করছে। তিনি আসন্ন নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচনে নারীদের ভূমিকা থাকে খুবই গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই আপনাদের প্রস্তুতি নিতে হবে, নৌকাকে বিজয়ী করতে হবে।
বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীমের সভাপ্রধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শাহিদা বেগম, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সরকার প্রমুখ। এই সমাবেশে বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে এটি বিশাল সমাবেশে রূপ নেয়।