• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

১৫ আগস্ট সকাল ৮টায় উদ্বোধন করবেন ডাঃ দীপু মনি এমপি

জাতীয় শোক দিবসে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের বিনামূল্যে দিনব্যাপী ডায়াবেটিস রোগ নির্ণয়

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ২০:১৫ | আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ২৩:২৮
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

 চাঁদপুর ডায়াবেটি সমিতি পরিচালিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল চাঁদপুর ও পার্শ্ববর্তী জেলার মানুষের জন্যে ডায়াবেটিস চিকিৎসা সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সৌজন্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। ১৫ আগস্ট সকাল ৮টায় চাঁদপুর শহরস্থ শপথ চত্বরে এ অনুষ্ঠানেরর উদ্বোধন করবেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সম্মানীয় সদস্য ডাঃ দীপু মনি এমপি। কর্তৃপক্ষ জানান, সকল শ্রেণী পেশার মানুষকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হবে। উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলকে অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

সর্বাধিক পঠিত