• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরের ২০তম পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির পিপিএম-এর যোগদানচাঁদপুরের ২০তম পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির পিপিএম-এর যোগদান

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরের ২০তম পুলিশ সুপার হিসেবে জিহাদুল কবির পিপিএম যোগদান করেছেন। রোববার ১২ আগস্ট দুপুরে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম-এর নিকট থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
        চাঁদপুরে যোগদান করে রোববারই তিনি চট্টগ্রামে পুলিশের বিভাগীয় সভায় যোগ দিতে চাঁদপুর ত্যাগ করেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় তিনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন।
        জিহাদুল কবির ১৯৯৭ সালে খুলনা বিশ^বিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে পুলিশ বিভাগে যোগদান করেন। পুলিশ বিভাগে চাকুরিকালীন তিনি ২০১২ থেকে

২০১৫ পর্যন্ত মাগুরা, ২০১৫ থেকে ২০১৬ পর্যন্ত রাজবাড়ি ও ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত পাবনা জেলার পুলিশ সুপার পদে সতত্য ও নিষ্ঠার সাথে একজন কর্মদক্ষ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ সুপার হিসেবে চাঁদপুর তাঁর ৪র্থ জেলা।
বাগেরহাট জেলার কৃতী সন্তান জিহাদুল কবির ব্যক্তি জীবনে এক কন্যা ও পুত্র সন্তানের জনক। তাঁর সহধর্মিণী সাদিয়া কবির ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। বর্তমানে গৃহিণী। তিনি চাঁদপুরের আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর দায়িত্ব পালনে জেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, চাঁদপুরের পুলিশ সুপার পদে ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ১২ আগস্ট পর্যন্ত ৩৪ বছর ৫ মাস ২৭ দিনে জনাব জিহাদুল কবিরের পূর্বসূরি হিসেবে যাঁরা দায়িত্ব পালন করেছেন তাঁরা হচ্ছেন (১ম থেকে ১৯তম) : সর্বজনাব আলহাজ¦ ইফতেখার উদ্দিন আহমেদ, মোঃ ওয়ালিয়ার রহমান, মোঃ আবদুল মাবুদ, আবুল কাসেম ফেরদৌস, মোঃ দেলওয়ার হোসেন, মোঃ সফিক উল্লাহ, এ.কে.এম. শহীদুল হক, মোঃ আমির উদ্দিন, মোঃ মতিয়ার রহমান, মোঃ বখতিয়ার আলম, মোঃ মোখলেছুর রহমান, বি.এম. হারুন-অর-রশিদ, মোঃ আলমগীর রহমান, মোঃ মোস্তফা কামাল, মোঃ ওবায়দুর রহমান, কৃষ্ণপদ রায়, মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী পিপিএম, মোঃ আমির জাফর ও শামসুন্নাহার পিপিএম।

 

সর্বাধিক পঠিত