• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পরিবেশ সংরক্ষণ আন্দোলনের ১৪ বছরপূর্তিতে বৃক্ষরোপণ

বনায়ন ধ্বংসের কারণেই খরা-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি

-------প্রফেসর মনোহর আলী

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ০৮:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এ শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন চাঁদপুর জেলা শাখার ১৪ বছরপূর্তিতে বৃক্ষরোপণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ আগস্ট সোমবার চাঁদপুর শহরের আক্কাছ আলী রেলওয়ে একাডেমিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
    এতে সভাপতিত্ব করেন একাডেমির প্রধান শিক্ষক মোঃ গোফরান হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি প্রফেসর মনোহর আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আশিক খান, চাঁদপুর পৌর কমিটির সভাপতি মোঃ নাছির চোকদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী প্রমুখ। সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আল-আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা কমিটির সভাপতি মমতাজ উদ্দীন মন্টু ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন খান, মাওঃ মুহাম্মদ আবদুর রহমান গাজী, ইমতিয়াজ রহমান পাভেলসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
    প্রধান অতিথি বলেন, বায়ুদূষণ ও আবর্জনার স্তূপ সকলের মাঝে নতুন উদ্বেগ তৈরি করে। বর্তমানে সাধারণ নাগরিক বেশি সচেতন হয় পরিবেশ সংরক্ষণ ও ভারসাম্যের বিষয়ে। তাদের দাবি আগামী প্রজন্মের জন্যে পৃথিবীকে বাসযোগ্য করার দায়িত্ব সকলের। অপরিকল্পিত নগরায়নের ফলে বনায়ন ধ্বংসের যে প্রতিযোগিতা সেই সম্পর্কে সচেতন হতে হবে সবাইকে। বনায়ন ধ্বংসের কারণেই খরা-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি। তিনি আরো বলেন, আদিম সমাজ কিংবা মধ্য যুগে পরিবেশ সংরক্ষণের বিষয়টি কখনও উচ্চারিত হয়নি কিংবা এ নিয়ে সচেতনতার প্রয়োজনও দেখা দেয়নি। কিন্তু শিল্প বিপ্লবের পর নগরায়ন এবং কলকারখানা স্থাপনের ফলে আবাদী ভূমি ও বায়ুদূষণের বিষয়টি দৃষ্টিগোচর হলে পশ্চিমা বিশ্বে পরিবেশবাদ বা পরিবেশ আন্দোলনের ধারণার জন্ম হয়। যদিও সেই সময় এ ধরনের আন্দোলনকে রোমান্টিক মুভমেন্ট হিসেবেও কটাক্ষ করা হতো। কারণ জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণতার বিষয় তখন ছিলো ধারণারও অতীত। পরিবেশ সংরক্ষণ কিংবা ভারসাম্যের মতো শব্দ তখনও যুক্ত হয়নি মানব অভিধানে। আজ ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ এ আন্দোলন জনদাবিতে পরিণত হয়েছে। আসুন, আমরা যার যার অবস্থান থেকে দেশকে সবুজায়ন করি।