• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা দিলো জেলা পুলিশ ও পুনাক

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৩:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিলো চাঁদপুর জেলা পুলিশ ও পুনাক। গতকাল ১২ আগস্ট রোববার বিকেল ৫টায় চাঁদপুর পুলিশ লাইন্সে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সংবর্ধিত অতিথি শামসুন্নাহার পিপিএম তাঁর বিদায়ী বক্তব্যে বলেন, যখন আমি মানুষের কথা ভাবি তখন নিজেকে শান্তভাবে ধরে রাখতে পারি না। যখন দেখি ছিঁড়া কাপড় পরে গরীব মানুষ এসে আমাদের কাছে বিচার পাচ্ছে না তখনি আমি আমার পুলিশদের উপর রাগ ধরে রাখতে পারি না। আমাদের কাছে বিচার চাইতে অথবা সহযোগিতা চাইতে আসলে একটু ভালো ব্যবহার করাটাই তো পুলিশের কাজ। অসহায় মানুষগুলো পুলিশের কাছে আসবেই। তাদের সহযোগিতা করাটাই পুলিশের কাজ। পুলিশকে জনগণের বন্ধু হতে হলে জনগণের পাশে থাকতে হবে। তিনি বলেন, নতুন পুলিশ সুপার ভালো মানুষ। আমাদের চাঁদপুরে মাদক থাকবে না, থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদপুরের মানুষের জয়ধ্বনি দিয়ে শুরু হবে নতুন পুলিশ সুপারের সময়কাল।
    এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপারের স্বামী হেলাল উদ্দিন, পুনাকের সহ-সভাপতি অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমানের সহধর্মিণী ঝুমা রহমান, পুনাকের শিক্ষিকা শিপ্রা দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার রাজন দাস, শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, ইন্সপেক্টর আলমগীর, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নাছির, আরআই পুলিশ লাইন্স মোঃ আশরাফ, আরওআই আঃ রহিম, আরও ওয়ান মোঃ সফিকুর রহমান, ট্রেইনী আবু বকর সিদ্দিক, হেড এসিস্টেন্ট অমল বাবু ও এসআই হুমায়ুন কবির, কন্সটেবল মিরা সরকার, ফারজানা আক্তার প্রমুখ।
    সংবর্ধনা শেষে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহারকে ফুলে সাজানো গাড়িতে বসিয়ে টেনে পুলিশ লাইনের প্রধান গেট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ লাইনসের সকল পুলিশ রাস্তার দু পাশে দাঁড়িয়ে ফুল ছিঁটিয়ে বিদায় জানান। এ সময় গাড়িতে পুলিশ সুপারের স্বামী ও দুই সন্তান বসা ছিলো।

সর্বাধিক পঠিত