রোটার্যাক্ট মাল্টি রিজিওনাল-এর ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্যাপন
১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে চাঁদপুর রোটার্যাক্ট রিজিওন ‘মোহনা’-এর উদ্দেশ্যে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রোটারী আন্তর্জাতিক জেলা ৩২৮২-এর জেলা সচিব রোঃ পিপি রাজু রায়হান, ডিআরআর স্পেশাল রিপ্রেসেন্টেটিভ রোঃ পিপি জিএম মনসুর আহমেদ, রিজিওনাল প্রতিনিধি রোঃ পিপি দেবান দত্ত, ডিস্ট্রিক্ট জয়েন্ট সেক্রেটারী রোঃ আইপিপি সৈকত পাল, জোন হিলশা প্রতিনিধি রোঃ আইপিপি সজিব হোসেন বিজয়, রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের বর্তমান সভাপতি রোঃ মোঃ রবিউল হোসেন, রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর সভাপতি রোঃ অনয় দেবনাথ ধ্রুব, জোন ডাকাতিয়ার জোনাল সচিব রোঃ সুদিপ সরকার এবং চাঁদপুরের সকল রোটার্যাক্টবৃন্দ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষক মোঃ আব্দুল মালেক মুন্সী, মোঃ হেলাল, মোঃ আল-আমিন তালুকদার এব দিপক কুমার চক্রবর্তী। আলোচনা সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। উপস্থিত রোটার্যাক্টররা রোটার্যাক্টের বিভিন্ন কার্যক্রমসহ শিক্ষার্থীদের রোটার্যাক্টর ক্লাবের গুরুত্ব তুলে ধরে।
অন্যদিকে রোটার্যাক্ট ক্লাব অব কাঠমুন্ডুর উদ্যোগে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর রূপসীর আয়োজনে যৌথ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।