চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে ‘সচেতনতামূলক পোস্টার’ লাগানো কার্যক্রম
প্রকাশ: ১২ আগস্ট ২০১৮, ২২:২৩ | আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২২:২৮
আল-আমিন হোসাইন
প্রিন্ট
গত ৯ আগস্ট বৃহস্পতিবার চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের উদ্যোগে চাঁদপুর শহরের প্রেসক্লাব সড়ক, চাঁদপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, রেলওয়ে কোর্টস্টেশনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থান ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ‘সচেতনতামূলক পোস্টার’ লাগানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারী জেলা-৩২৮২, বাংলাদেশের ডিআরআর চীফ স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ও ক্লাবের সাবেক সভাপতি রোঃ মনসুর আহমেদ।
আরো উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোঃ মোঃ রবিউল হোসেন রাব্বি, সহ-সভাপতি রোঃ জয় ঘোষ, যুগ্ম সচিব রোঃ মিঠুন চন্দ্র ত্রিপুরা, কোষাধ্যক্ষ রোঃ রাজিব দাস, ক্লাবসেবা পরিচালক রোঃ তানজিলা আক্তার তামান্না, সদস্য শামীম খানসহ অন্যান্য ক্লাব সদস্যবৃন্দ।