• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আইনশৃঙ্খলা কমিটির সভা

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ২১:৩৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতি সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান বলেন, যানজট নিরসে, সড়কের পাশে বিশৃঙ্খলা এড়াতে কোনভাবেই সড়কের পাশে কোরবানির পশুরহাট বসতে দেয়া হবে না। ঈদকে ঘিরে লঞ্চঘাট, রেলস্টেশন, বাসটার্মিনালসহ গুরুত্ব্পূর্ণ পয়েন্টে যাত্রী হয়রানি রোধে ব্যবস্থাগ্রহণ করা হবে।
ঈদকে সামনে রেখে যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আরো সজাগ থাকার আহ্বান জানাবো। তিনি বলেন, আগস্ট মাস শোকের মাস। আগামী ১৫ আগস্ট  জাতিয় শোক দিবসের কর্মসূচিতে সবার উপস্থিতি  নিশ্চিত করতে হবে। এছাড়া চাঁদপুর ট্রাফিক সপ্তাহের কার্যক্রম যেনো ভালোভাবে সম্পন্ন হয় তার প্রতি লক্ষ্য রাখতে হবে।
অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আফজাল হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ সাইদুজ্জামান, আনসার ভিডিপির উপ-পরিচালক এমএ আজিম উদ্দিন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলীমা আফরোজ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মজিবুর রহমান, চাঁদপুর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক তাজ বিল্লাহ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সর্বাধিক পঠিত