• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২-এর অধীনে বিনামূল্যে বসতঘর বিতরণ

মাদকসেবী ও ব্যবসায়ীদের কোনো ছাড় নেই

--ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ১৪:১২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল শনিবার মতলব উত্তর উপজেলা পরিষদের মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে ‘জমি আছে ঘর নাই’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২-এর অধীনে বিনামূল্যে বসতঘর বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেন, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় নেই। তারা যে কোনো দলের যত বড় নেতাই হোক। মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে ফেলে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তিনি বলেন, গত ৯ বছরে বিএনপি উল্লেখ করার মতো কোনো আন্দোলন করতে পারেনি। নির্বাচনের আগে আর কী আন্দোলন করবে? আন্দোলন করতে না পেরে তারা বিচার সালিসের জন্যে বিদেশীদের দরজায় দরজায় ধর্ণা দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সর্বশেষ ছাত্রদের সাথে তাদের কিছু ক্যাডার বাহিনী রাস্তায় নামিয়ে সরকার পতনের চেষ্টা করেছিল। তাদের সে চেষ্টাও ব্যর্থ হয়েছে। বিএনপির কোনো ষড়যন্ত্রই কাজে আসছে না। কোনো ষড়যন্ত্র কাজে না আসায় বিএনপি এখন হতাশ।
    প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। রাষ্ট্রের সকল পর্যায়ে উন্নয়নই তাদের প্রধান কাজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নের কথা ভাবছেন এবং তা একেক করে বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবারো শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান।
    মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে এবং সাংবাদিক ঢালী কামরুজ্জামান হারুনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জর্জ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্যাহ মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র-১ হাজী রুহুল আমীন মোল্লা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আক্তার হোসেন।
    প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ‘জমি আছে ঘর নাই’ প্রকল্প-২-এর আওতায় ছেংগারচর পৌরসভায় ৩৫০ পরিবারের মাঝে বিনামূল্যে সরকারের নির্মিত বসতঘর হস্তান্তর করা হয়।

সুত্র : চাঁদপুর কণ্ঠ।

সর্বাধিক পঠিত