চাঁদপুর সদর উপজেলা সিপিবির ৪র্থ সম্মেলন
চন্দ্র শেখর সভাপতি ও জাহাঙ্গীর হোসেন সম্পাদক নির্বাচিত
প্রকাশ: ১১ আগস্ট ২০১৮, ০৯:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
"দুনিয়ার মজদুর এক হও" এই প্রতিপাদ্যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি
চাঁদপুর সদর উপজেলা ৪র্থ সম্মেলন সম্পন্ন হয়েছে।গতকাল ১০ অাগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর প্রেসক্লাবের ৩য় তলায় এ সম্মেলনের অালোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।সদর সিপিবির সভাপতি কমরেড জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা উদিচীর সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিপিবির সহ-সম্পাদক কমরেড জলি তালুকদার।তিনি তাঁর বক্তব্যে বলেন,
দেশের মানুষ অাজ ভালো নেই।শোষকদের দুর্ণীতি লুটপাট অবিরাম চলছে।অাইন-শৃঙ্খলার অবনতি চরমে পৌঁছেছে।প্রশাসনের দূর্ণীতি চলছে।পরিবহনখাত অাজ মাফিয়াদের দখলে।রাজনীতির ভয়াবহ অবস্থায় যেখানে ক্ষমতাসীনরা নিজের স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। ড্রাইভারদের মুনাফার্জনের কম্পিটিশনে সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে।শিক্ষার্থী অান্দোলন করলে বিভিন্ন সময় তাদের গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে। তিনি অাওয়ামী ক্ষমতাসীনদের সমালোচনা করে বলেন, অাজকে দেখুন হিন্দুরা যদি দেশান্তর হয় সম্পত্তি অাওয়ামীলীগের অাবার দেশে থাকলে তাদের ভোট অাওয়ামীলীগের।এই যে হিন্দুদের নিয়ে
ভোট বাণিজ্যের নীল নকশা অাওয়ামীলীগের তা প্রতিরোধ করতে সকলে ঐক্যবদ্ধ হতে হবে।এই সরকার মাদক সম্রাটদের লালন করছে।অাগে ৫ বছরে অন্তত ১ বার হলেও নেতারা মানুষের কাছে ভোট চাইতে অাসতো।কিন্তু এখন অার
নামমাত্র ভোট চাইতে অাসে।কারন পুলিশ প্রশাসন অার বৈদেশিক শক্তির ওপর নির্ভর করেই তারা সরকার গঠন করে।তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন,হাছিনা খালেদার ভাগ্য পরিবর্তন বাদ দিয়ে এবার নিজেদের ভাগ্য পরিবর্তনে লাল পতাকার সমর্থনে অাসুন।অামরাই পারি এই সব অাওয়ামীলীগ বিএনপি অার ধর্মান্ধ জামাত গোষ্ঠি ছেড়ে লাল পতাকার
জয়গানে দেশকে সত্যিকারের উন্নয়নের পথে এগিয়ে নিতে।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি কমরেড মনীষা চক্রবর্তী।তিনি বলেন,অামরা অার চাইনা অামাদের সন্তানেরা দুর্নীতির জন্য চাকরি থেকে বঞ্চিত হউক।গণতন্ত্রের নামে যে প্রহশন চলছে তাতে অামরা অার যেতে চাইনা।তাই অামরা বাম জনতার পতাকা তলে নির্বাচন করবো যেটাতে জনগণ তাদের অধিকার নিশ্চিত করতে পারবে।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন মিয়াজী বলেন,অামরা অাওয়ামীলীগও নই বিএনপি পন্থিও নই।অামরা বাম ঐক্য জোট।অামরা সর্বহারা কৃষককে নিয়ে তার অধিকার নিশ্চিতের লড়াই করি।অামরা সাধারণ শ্রমিকের ন্যায্য দাবিদাবা পূরণে সংগ্রাম করি।অামরা বলতে চাই নৌকা অার ধানের শীষ সব একই রকম বিষ।
তিনি সাধারণ মানুষের প্রতি অনুরোধ করে বলেন,অাগামী নির্বাচনে নৌকা বা ধানের শীষে নিজেদের বিলিয়ে দিবেন না। বামজোটের নেতৃবৃন্দকে মানুষের দূর্ভোগ লাঘবে নির্বাচনে ভোটের মাঠে জয়ী করে জনগণের সেবা করার সুযোগ দিন।এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা অাহ্বায়ক কমরেড শাহাজাহান তালুকদার, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি সালমা অাক্তার, জেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন,জেলা কলেজ শিক্ষক সমিতি সদরের সাধারণ সম্পাদক প্রফেসর মহিউদ্দিন অাহমেদ প্রমুখ।সম্মেলনকে সাফল্য করার জন্যে বিকাল ৪ টায় হাসানঅালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন হতে ১টি র্যালী বের হয়।যা শহরের গুরুত্বপূর্নমোড় প্রদক্ষিন করে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।পরে সেখানে সম্মেলনে অাগত নেতৃবৃন্দকে
জেলা উদিচী শিল্পীগোষ্টির শিল্পিরা এক মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপহার দেয়। অালোচনা সভা শেষে সম্মেলনের কাউন্সিলে সিপিবি চাঁদপুর সদরের নতুন সভাপতি কমরেড চন্দ্র শেখর মজুমদারকে সভাপতি এবং কমরেড জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট নবনিযুক্ত নেতৃবৃন্দ হিসেবে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়।