• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চতুরঙ্গের ১০ম ইলিশ উৎসবের প্রস্তুতি সভা

প্রকাশ:  ১০ আগস্ট ২০১৮, ০১:০৮
স্টাফ রিপোর্টার ॥
প্রিন্ট

‘জেগে উঠো মাটির টানে’ এই স্লোগানকে নিয়ে দশমবারের মতো চতুরঙ্গ আয়োজন করতে যাচ্ছে প্রাণ ফ্রুটিকস ইলিশ উৎসব। সপ্তাহব্যাপী ইলিশ উৎসব উদ্যাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চতুরঙ্গের চেয়ারম্যান অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশীদের পরিচালনায় বক্তারা বলেন, ১০ম ইলিশ উৎসব যেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে উদ্যাপন করে সমাপ্ত করতে পারি। চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন ৩৬ বছরে পদার্পণ করেছে। চাঁদপুরের সাংবাদিকরা চতুরঙ্গের আয়োজনে ইলিশ উৎসবকে তাদের লেখনিতে প্রকাশ করেছে বলেই আমরা ১০ম বারের  মতো ইলিশ উৎসব করতে যাচ্ছি। তাই চাঁদপুরের সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই। ইলিশের বাড়ি চাঁদপুর, আর এই ইলিশের বাড়ি হয়েছে ইলিশ উৎসবের কারণেই।
    এ বছর ১৯টি সাংস্কৃতিক সংগঠন সপ্তাহব্যাপী ইলিশ উৎসবে অংশগ্রহণ করবে। বাংলাদেশের বাইরের একটি ও দেশের বিভিন্ন জেলার আরও ৫টি এবং চাঁদপুরের ১৩টি সংগঠনসহ মোট ১৯টি সংগঠন অংশগ্রহণ করবে। প্রথম যখন ইলিশ উৎসব করা হয় তখন ৩ দিন করা হয়েছিল। দেখতে দেখতে আজ ১০ বছরে এসে দাঁড়িয়েছে। প্রতি বছর ইলিশ উৎসবে যে পরিমাণে প্রতিযোগী অংশগ্রহণ করে তাতে মনে হয় ইলিশ উৎসব সুদূর প্রসারিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন ইলিশ উৎসবের আহ্বায়ক চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক রোটাঃ কাজী শাহাদাত, চতুরঙ্গের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অজিত সাহা, সম্মিলিত সাংষ্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের সদস্য সচিব ইয়াহিয়া কিরন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, টিআইবির রাজন চন্দ্র দে, মৎস্যজীবী নেতা মালেক বেপারী, তছলিম বেপারী, কান্ট্রি ফিশিং বোট মালিক সমিতির সভাপতি শাহআলম মল্লিক, হাইমচরের মৎস্যজীবী নেতা মানিক দেওয়ান, কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, ইতু চক্রবর্তী, অনিতা নন্দী, সাংবাদিক কেএম মাসুদ, লেখক রফিকুজজ্জামান রনি, কণ্ঠশিল্পী সুভ্র রক্ষিত, অনলাইন সাংবাদিক সুমন পাটওয়ারী প্রমুখ।

সর্বাধিক পঠিত