অাদিবাসীদের দেশান্তর করার অধিকার সরকার কাউকে দেয়নি
---অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মঈনুল হাসান
প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ২১:০১
প্রিন্ট
চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও অাইসিটি) মোঃ মঈনুল হাসান বলেছেন, বাংলাদেশে শুধু অাদিবাসীই নয় বরং কোন সংখ্যালঘু সম্প্রদায়কেই সরকার দেশান্তর করার কোন রকমের অধিকার কাউকে দেয়নি।যারা দেশে ধর্মীয় উস্কানীমূলক কথা বলে সংখ্যালঘুদের বিতারিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে।তিনি অারো বলেন,অাদিবাসীরা বর্তমানে এই দেশের মূল ভাষায় প্রবেশ করেছে তাই এদেরকে এ দেশ থেকে ভিন্ন ভাবা যাবে না। তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সরকার ব্যাপকহারে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে।গতকাল ৯ অাগষ্ট বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় "অাদিবাসী জাতিসমূহের দেশান্তর প্রতিরোধ সংগ্রাম" প্রতিপাদ্যে জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্নয়ন সংস্থার অায়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।চাঁদপুর জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্ময়ন সংস্থার সভাপতি গীত্ত রঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে এবং সদস্য তনভির অাহমেদের পরিচালনায় অালোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।তিনি তার বক্তব্যে বলেন,ত্রিপুরাদের অামরা বাঙালীরা বিভেদ না করে ভাইয়ের চোখেই দেখি এবং দেখবো।
তাদের সাথে ঘটা যেকোন অপরাধমূলক,সামাজিক বা উস্কানিমূলক ঘটনায় পুলিশ প্রশাসন সর্বাত্মক অাইনি সহয়তা দিয়ে সবসময় তাদের অভিযোগকৃত সমস্যা অত্যান্ত গুরুত্বের সাথে সমাধানের চেষ্টা করে থাকে। অামরা সবাই ধর্মে বিভেদ থাকলেও দেশ সেবায় এক ও অভিন্ন এই হউক অামদের এই দিবসের প্রতি অঙ্গিকার।বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্ময়ন সংস্থার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার বলেন,চাঁদপুরে এখন পর্যন্ত কোন অাদিবাসীকে দেশান্তরি হতে হয়নি।ধর্মে ভিন্ন হলেও অামরা বাংলাদেশী তাই প্রশাসন ও স্থানীয় গণতান্ত্রিক- অসাম্প্রদায়িক শক্তির সহযোগিতায় ধীরে ধীরে এ অঞ্চলের অাদিবাসীরা অরো এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি।এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,অযাচক অাশ্রমের অধ্যক্ষ শুখরঞ্জন বহ্মচারী,জেলা জন্মাষ্টমী পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা,জেলা ত্রিপুরা জাতি সমাজ উন্ময়ন সংস্থার উপদেষ্টা বিমল চৌধুরী,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় প্রমুখ।এর অাগে বিকাল ৪ টায় অনুষ্ঠানের অামত্রিত নেতৃবৃন্দরা অাদিবাসী দিবসকে সফল ও সার্থক করার জন্যে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গন থেকে ১টি র্যালী বের করে শহীদ মিনার প্রাঙ্গনে পর্যন্ত নিয়ে অাসে।এ সময় অনুুুুষ্ঠানে সদরের বালিয়ার ত্রিপুরা নেতৃবৃন্দ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।