• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১৯:৩৯
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বাগাদী গ্রামে পুকুরের পানিতে ডুবে স্বপন (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ আগস্ট) সকাল ১০টায় ওই ইউনিয়নের বাগাদী গ্রামের তালুকদার বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহত শিশু তালকুবাড়ীর মো. ফজর আলী তালুকদারের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণির ছাত্র ছিল। নিহত শিশুর আত্মীয় মোঃ রাসেল মিয়া বলেন, সকাল ১০টায় স্বপন নিখোঁজ হয়। পরিবারের লোকজন কোথায় তাকে খুঁজে পাননি। দুপুর ১২টার দিকে বাড়ির পুকুরে তাকে ভেসে উঠতে দেখেন। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বাধিক পঠিত