• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
  • ||
  • আর্কাইভ

গুয়াখোলায় দিনের বেলায় প্রবাসীর বাসায় দুর্ধর্ষ চুরি

প্রকাশ:  ০৯ আগস্ট ২০১৮, ১০:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর শহরের গুয়াখোলায় সৌদি প্রবাসীর বাসা থেকে সাড়ে তিন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। জানা যায়, ওই এলাকার ৫২নং বাসার ভাড়াটিয়া সৌদি প্রবাসী মুনসুর আহমেদের স্ত্রী নারগিস আহমেদ প্রতিদিনের ন্যায় গতকাল ৮ আগস্ট সকাল সাড়ে ১০টায় মেয়ে জান্নাতুল ফেরদৌসী মাইসিয়াকে আনতে ওয়াইডবিস্নউসিএ স্কুলে যান। বেলা ১১টার সময় মেয়েকে নিয়ে বাসায় ফিরে দেখেন, দরজায় তালা নেই, ছিটকিনি লাগানো। দরজা খুলে বাসার ভেতর ঢুকে দেখেন, স্টীলের আলমিরার দুটি ড্রয়ার খোলা এবং নিচে পড়ে আছে। চারদিকে কাপড়-চোপড় ছড়ানো ছিটানো। ড্রয়ারে রাখা স্বর্ণের ৮টি আংটি, ৫টি চেইন, ৩ জোড়া কানের দুল, ১ সেট স্বর্ণের অলঙ্কার, নগদ ৫ হাজার টাকাসহ কাপড়-চোপড় নিয়ে গেছে চোরের দল। প্রবাসীর স্ত্রী জানান, সবমিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।


চুরির ব্যাপারে চাঁদপুর মডেল থানাকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ এ ব্যাপারে মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।

সর্বাধিক পঠিত