বঙ্গমাতার জন্মদিনে চাঁদপুরে দীপু মনি এমপির ১০ হাজার গাছের চারা বিতরণ
চাঁদপুর সদর উপজেলা ও হাইমচর উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলেতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মদিন উপলক্ষে নারীদের মাঝে ১০ হাজার গাছের চারা বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।বুধবার (৮ আগষ্ট) সকাল ১১টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে এবং দুপুরে হাইমচর উপজেলা মিলনায়তনে এসব গাছের চারা বিতরণ করা হয়। সদর উপজেলা মিলনায়তনে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল। এ সময় নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।